BRAKING NEWS

সুর নরম করল চিন, ভারতকে সংযম থাকার অনুরোধ বেজিংয়ের

বেজিং, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): জঙ্গি দমনে পাকিস্তানের মাটিতে ঢুকে ভারতের প্রত্যাঘাতের পর সুর নরম করল চিন। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা উচিত ভারতের। মঙ্গলবার বিবৃতি জারি করে এমনই জানাল চিন। পাশাপাশি ভারতকে ঘনিষ্ঠ সহযোগী হিসেবে অভিহিত করে সংযম থাকার অনুরোধ করল বেজিং। পুলওয়ামা হামলার ১২দিন পর, মাত্র ২১ মিনিটে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে জইশ-ই-মহম্মদ (জেইএম), হিজবুল মুজাহিদিনের একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান| আর এরপরেই সুর নরম করল চিন। এক বিবৃতি জারি করে বেজিং-এর তরফে জানানো হয়েছে, জঙ্গি দমনে আন্তর্জাতিক স্তরে ইতিবাচক পরিস্থিতি তৈরি করা উচিত ভারতের।

চিন বিদেশমন্ত্রকের মুখপাত্র ল্যু কাঙ জানিয়েছেন, ভারত এবং পাকিস্তান দুই রাষ্ট্রই চিনের ঘনিষ্ঠ। পাকিস্তান ও ভারতের উচিত সংযম বজায় রাখা। সমস্ত রিপোর্ট একত্রিত করা হয়েছে। ভারত এবং পাকিস্তান দুইটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। দুই দেশের মধ্যে উন্নত সম্পর্ক এবং সহযোগিতার থাকলে দক্ষিণ এশিয়ায় শান্তি এবং স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। সংযত থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করা উচিত দুই দেশের। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে জঙ্গিদের মোকাবিলা করা উচিত ভারতের। এর আগে বিদেশ সচিব ভারতের বিদেশসচিব ভি কে গোখলে বলেন, ‘গোপন সূত্রে খবর ছিল ফের বড়সড় জঙ্গি হামলা চালানোর জন্য তৈরি হচ্ছে জঙ্গিরা। জিহাদিদের প্রশিক্ষণ দিয়ে ভারতের একাধিক জায়গায় জঙ্গি হামলার প্রকল্পনা ছিল। তাই বিমান হামলা আবশ্যিক হয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *