শিশু বিক্রির গুজবে ধুন্ধুমার কান্ড আইজিএম হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী৷৷ শিশু বিক্রির কথিত অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমামর কান্ড ঘটে গেলে আগরতলার আইজিএম হাসপাতালে৷ ঘটনার সূত্রপাত শনিবার গভীর রাতে৷ গুজব রটে যায় শিশু বিক্রির খবর৷ রবিবার সকাল থেকে আইজিএম হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়৷ হাসপাতালের ভিতরে এ ধরনের ঘটনা ঘটতে পারে তা কেউ বিশ্বাস করতে পারছেন না৷ পরে অবশ্য শিশুটির মা জানান তিনি সন্তান বিক্রি করেননি৷ এদিকে পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পশ্চিম থানার পুলিশ৷ শিশুটির মা বলেছেন তার এক নিকটাত্মীয়কে শিশুটি দিয়ে দেবার কথা প্রসবের আগে বলেছিলেন৷ কিন্তু, তিনি এখন তা দিতে রাজি নন৷

এনিয়ে তুলকালাম কান্ড ঘটে যায়৷ জানা গিয়েছে, আর্থিক সংকটের কারণে ও মা তার অন্য সন্তানদের দেখভাল করতে পারছেন না৷ এই পরিস্থিতিতে তিনি বলেছিলেন তার এক নিকটাত্মীয়কে যে সন্তান জন্ম হলে তাকে দিয়ে দেবেন৷ সন্তান প্রসবের পর তিনি সন্তান দিতে রাজি না থাকায় তার ওই নিকটাত্মীয় চাপাচাপি করলে হাসপাতালের নার্সরা বিষয়টি দেখে পুলিশকে খবর দেয়৷ তারপরই ধুন্ধুমার কান্ড ঘটে গিয়েছে৷ দিনভর হাসপাতাল চত্বরে এদিন ছিল টানটান উত্তেজনা৷ যদিও এর আগে রাজ্যের বিভিন্ন স্থানে অভাবের তাড়নায় সন্তান বিক্রির মতো ঘটনাও ঘটেছে৷ অনেক ক্ষেত্রেই এজন্য রাজ্যের আর্থিক দুরাবস্থাকে দায়ী করা হচ্ছে তথ্যাভিজ্ঞ মহল থেকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *