কমিশন বাণিজ্যে লাগাম পড়বে ঃ স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ ছয়টি জেলা ও ১২টি মহকুমা হাসপাতালে বিনামূল্যে প্যাথলজি সার্ভিসের সূচনা হয়েছে ত্রিপুরায়৷ স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মন এই নিঃশুল্ক পরিষেবার সূচনা করেছেন৷ এখন থেকে রক্ত, মল, মূত্র-সহ ৬০ ধরনের পরীক্ষা বিনামূল্যে করতে পারবেন রোগীরা৷ বিনামূল্যে প্যাথলজি পরিষেবা সূচনা অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী একাংশ চিকিৎসকদের বিঁধেছেন৷ তাঁর কটাক্ষ, একাংশ চিকিৎসক বাড়তি আয়ের জন্য রোগীদের রোগ নির্ণয়ে বিভিন্ন পরীক্ষার জন্য নির্দিষ্ট প্যাথলজিতে যেতে বলে দেন৷ কিন্তু, তা বন্ধ হবে বলে মনে করি৷ সাথে তিনি আক্ষেপ করে বলেন, যাদের চিন্তাধারা শুধুই টাকা রোজগার তাঁদের হৃদয় নেই৷


আগরতলায় আইজিএম হাসপাতাল, কুলাইতে ধলাই জেলা হাসপাতাল, গন্ডাছড়া মহকুমা হাসপাতাল, কমলপুর মহকুমা হাসপাতাল, ছৈলেংটা মহকুমা হাসপাতাল, কাঞ্চনপুর মহকুমা হাসপাতাল, উত্তর ত্রিপুরা জেলা হাসপাতাল, ঊনকোটি জেলা হাসপাতাল, কৈলাসহরে রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতাল, দক্ষিণ ত্রিপুরা জেলা হাসপাতাল, বিলোনীয়া মহকুমা হাসপাতাল, সাব্রুম মহকুমা হাসপাতাল, গোমতি জেলা হাসপাতাল, অমরপুর মহকুমা হাসপাতাল, ত্রিপুরা সুন্দরী হাসপাতাল, মেলাঘর ও বিশালগড় মহকুমা হাসপাতাল, খোয়াই জেলা হাসপাতাল এবং তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এই পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে৷ আজ সমস্ত হাসপাতালে একসাথে এই পরিষেবার সূচনা হয়েছে৷
স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মন বলেন, শারীরিক অসুস্থ হলেই মানুষ হাসপাতালে আসেন৷ কিন্তু, রোগ নির্ণয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় তাঁদের প্রচুর খরচ বহন করতে হয়৷ রাজ্যে অনেকের পক্ষে তা ভীষণ কষ্টসাধ্য৷ তাই, আপাতত ছয়টি জেলা হাসপাতালে এবং ১২টি মহকুমা হাসপাতালে বিনামূল্যে প্যাথলজি পরিষেবা চালু করা হল৷ আগামী দিনে এর পরিধি বাড়ানো হবে৷ তিনি জানান, নির্ধারিত হাসপাতালগুলিতে ৬০ ধরনের পরীক্ষা করা যাবে৷ তাঁর মতে, সঠিকভাবে রোগ নির্ণয় না হলে চিকিৎসকদের পক্ষে রোগীর চিকিৎসা করা সম্ভব নয়৷
মন্ত্রী জানিয়েছেন, এপিএল, বিপিএল বা প্রায়োরিটি গ্রুপের কোনও বালাই নেই৷ বিনামূল্যে এই পরিষেবা রাজ্যের সব মানুষ নিতে পারবেন৷
স্বাস্থ্যমন্ত্রী এদিন এই বিনামূল্য পরিষেবার প্রয়োজনীয়তার প্রসঙ্গ টেনে ধরে একাংশ চিকিৎসকদের বিঁধেছেন৷ তাঁর কটাক্ষ, হাসপাতালে রোগী রোগ নির্ণয়ে বিভিন্ন পরীক্ষা নির্দিষ্ট প্যাথলজিতে করানোর জন্য বলে থাকেন একাংশ চিকিৎসক৷ তাতে, তাঁদের বাড়তি রোজগার হয়ে যায়৷ বিনামূল্যে এই পরিষেবা ওই কমিশন বাণিজ্যে লাগাম টানবে বলে মনে করেন স্বাস্থ্য মন্ত্রী৷ তিনি এদিন আক্ষেপ করে বলেন, যাদের চিন্তাধারা শুধুই টাকা রোজগার তাঁদের হৃয়দ আছে বলে মনে করি না৷ সাথে যোগ করেন, এরাজ্যে সেরা চিকিৎসকদের কোন অভাব নেই৷ শুধু তাঁদের মানসিকতা বদল করতে পারছিনা৷ তবে, এই পরিস্থিতি বদলাবেই, দৃঢ় বিশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *