নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারী৷৷ গেরুয়া সমর্থিত আইনজীবীদের ঝড়ে উড়ে গেল বামপন্থীরা৷ কংগ্রেস তো নিশ্চিহ্ণ হয়ে গেল৷ ত্রিপুরা বার এসোসিয়েশন নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি লিগ্যাল সেল৷ গেরুয়া সংগঠন বারটি আসনে জয়ী হয়েছে৷ বামেদের ঝুলিতে গেছে ৩টি আসন৷ কংগ্রেস ফাঁকা হাত নিয়ে ফিরেছে৷

নির্বাচনী ফলাফলে ত্রিপুরা বার এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সূজিত ব্যাণার্জি৷ তাঁর প্রাপ্ত ভোট ১৬৫টি৷ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অরবিন্দ দেব৷ তাঁর প্রাপ্ত ভোট ১৫৮টি৷ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জীবন কৃষ্ণ সেন৷ তিনি পেয়েছেন ১৫৫টি ভোট৷ এছাড়া সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আশীষ ভদ্র এবং রাণাগোপাল চক্রবর্তী৷ তাঁদের প্রাপ্ত ভোট হল ১৬৬টি এবং ১৬২টি৷
এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন, অরিন্দম দেব ১৮৩টি, উৎপল দাস ১৬৬টি, শিল্পী সরকার ১৫৩টি, প্রিয়াঙ্কা ধর ১৫২টি, বিদ্যুৎ সূত্রধর ১৪৯টি, ইমলি চন্দ ১৪৮টি এবং প্রদীপ সূত্রধর ১৪৬টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন৷ তাঁরা সকলেই গেরুয়ার শিবিরের৷ এছাড়া সদস্য পদে বাম সমর্থিত পুলক সাহা ১৭০টি, দীপ্তনু দেবনাথ ১৪৭টি এবং মিতালী নন্দী ১৪৫টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন৷ এদিন নির্বাচনে ৪০৬ জন ভোটারদের মধ্যে ৩৮২ জন ভোট দিয়েছেন৷
ফলাফল ঘোষণা করে রিটার্নিং অফিসার বরিষ্ঠ আইনজীবী সন্দী’ দত্ত চৌধুরী বলেন, নির্বাচনে সকলের সহযোগিতা মিলেছে৷ ফলে, শান্তিপূর্ণভাবে ভোটপর্ব মিটেছে৷ নির্বাচনে বিজেপি সমর্থিত আইনজীবী সংগঠন জয়ী হয়েছে৷ এদিন তিনি আদালতকে রাজনীতি মুক্ত রাখার বিজয়ী এবং বিজিত প্রার্থীদের কাছে আহ্বান জানিয়েছেন৷ আদালত মানুষের অন্যতম ভরসার স্থল৷ তাই সবাই মিলে আদালতকে রাজনীতি থেকে আলাদা রাখতে হবে৷ তবেই আদালতের প্রতি মানুষের আস্থা দীর্ঘস্থায়ী হবে বলে তাঁর দৃঢ় বিশ্বাস৷