তিরুমালা, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : শুক্রবার তিরুপতি দর্শনে গেলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। পায়ে হেঁটে উঠলেন ভেঙ্কটেশ্বরের মন্দিরে। শুক্রবার সকালে তিরুপতি বিমানবন্দরে পৌঁছায় রাহুল গান্ধীর বিমান। সেখান থেকে গাড়ি করে তিনি চলে আসেন আলিপিরিতে।

পুজো দেন শ্রী লক্ষ্মীনারায়ণ স্বামী মন্দিরে। এরপর অন্যান্য কংগ্রেস নেতা ও দলীয় কর্মীদের সঙ্গে পায়ে হেঁটে রওনা দেন তিরুপতির উদ্দেশ্যে। এর আগে তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও এই মন্দিরে পুজো দিতে গিয়েছেন। প্রধানমন্ত্রী থাকাকালীন ইন্দিরা গান্ধী নিজে দু’বার এখানে এসেছিলেন। তবে রাহুলই গান্ধী পরিবারের প্রথম ব্যক্তি যিনি পায়ে হেঁটে এলেন। নিরাপত্তার খাতিরে তাঁর আসার খবর গোপন রেখেছিল জেলা পুলিশ ও প্রশাসন। পুজো দিয়ে অবশ্য গাড়িতেই নিচে নামবেন রাহুল। অংশ নেবেন বাস-যাত্রায়। সেখান থেকে তিনি তারকরামা স্টেডিয়ামে আয়োজিত জনসভায় উপস্থিত হন।