সময়ের মধ্যেই পৌঁছবে পাঠ্যবই জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷ সময়ের মধ্যেই পাঠ্যপুস্তক ছাত্রছাত্রীরা পেয়ে যাবে৷ বুধবার এই দাবি করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তাঁর বক্তব্য, নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই ছাত্রছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক পৌছে যাবে৷


তিনি জানান, মোট ৪০ লক্ষ ৬০ হাজার ১১৬টি পাঠ্যপুস্তক ছাপানো হয়েছে৷ তার মধ্যে ২৯ লক্ষ ৪৯ হাজার ৯১১টি পাঠ্যপুস্তক ইতিমধ্যে রাজ্যে পৌছে গিয়েছে৷ সেখান থেকে ২৫ লক্ষ ৩২ হাজার পাঠ্যপুস্তক বিভিন্ন সুকলে পৌছে দেওয়া হয়েছে৷ এদিকে, রাস্তায় আছে ৫ লক্ষ ৭ হাজার পাঠ্যপুস্তক৷ কিছুদিনের মধ্যেই সেগুলি রাজ্যে পৌছে যাবে৷ ফলে, পাঠ্য পুস্তক নিয়ে দুঃশ্চিন্তা করার কোন প্রয়োজন নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *