নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের মত কথা বলছেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার ট্যুইট করে এমনই ভাষায় ইমরান খানের বিরুদ্ধে তোপ দাগল কংগ্রেস।এদিন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘দুর্ভাগ্য ও লজ্জার বিষয় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজকে জইশ-ই-মহম্মদের ভাষায় কথা বলছে।’ ইমরান খানকে সতর্ক করে রণদীপ সিং সুরজেওয়ালা লেখেন, ‘১৯৭১ সালের পাকিস্তানকে ভাগ করে স্বাধীন বাংলাদেশের হয়েছিল। ইন্দিরা গান্ধী এবং সেনাবাহিনীর তৎপরতায় প্রায় ৯১০০০ পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করেছে।’এদিন ভারতকে উদ্দেশ্য করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘যথাযোগ্য প্রমাণ দিলে পুলওয়ামার হামলার তদন্তে পূর্ণ সহযোগিতা করবে পাকিস্তান।
গ্যারিন্টি দিয়ে বলছি ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মাটি থেকে কেউ হিংসা ছড়াক তা আমরা চাই না। কিন্তু ভারত যদি হামলা চালায় তবে পাল্টা প্রত্যাঘাত করবে পাকিস্তান। যুদ্ধ শুরু করা সহজ কিন্তু শেষ করা কঠিন। এরপরই ইমরান খানের নিন্দায় সরব হন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং। অবিলম্বেইমরান খানের জইশ-ই-মহম্মদ মাসুদ আজাহারকে গ্রেফতার করা উচিত বলে দাবি করেছেন তিনি।