বিহারের সিওয়ানে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ, নিহত সাত

সিওয়ান, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : পিক আপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত সাত। পাশাপাশি গুরুতর আহত ১০। শনিবার গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি বিহারের সিওয়ান জেলার নিজামপুরে ঘটেছে বলে জানা গিয়েছে।রবিবার পুলিশের তরফে জানানো হয়েছে, যাত্রীবোঝাই পিক আপ ভ্যানটি গরিকোঠি থানার অন্তগর্ত হারপুর গ্রাম থেকে একটি অনুষ্ঠানে থেকে ফিরছিল। সেই সময় নিজামপুর গ্রামে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দেয় ওই পিক আপ ভ্যানটিকে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে পিকআপ ভ্যানে থাকা সাত জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পাশাপাশি গুরুতর আহত হন ১০। পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থলে ট্রাক রেখে চম্পট দেয় ট্রাকের চালক।দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশকে।

ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। নিহতদের চিহ্নিত করা হয়েছে। নিহতরা হলেন শিবু রাম, অজিত কুমার, বিকাশ কুমার, ব্রিজেশ কুমার, মানু কুমার, সাহেব হুসেন, লালবাবু রাম। আহতদের মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে বাকি দুইজনের চিকিৎসা চলছে সিওয়ান সদর হাসপাতালে। দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যানটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে।