BRAKING NEWS

বিদ্যুতের ছোঁবলে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী৷৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির৷ ঘটনা কলসিরমুখ এলাকায় সংঘটিত হয়েছে৷ জানা গেছে, শনিবার সকালে নদীতে বাঁশ সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎতের ছোবলে মৃত্যু হয়েছে দুননজয় ত্রিপুরা নামের এক শ্রমিকের৷

এটাই ছিল তাঁর উপজীবিকা৷ জানা গেছে, শান্তিরবাজারের কলসিমুখ এলাকায় নদীতে দুননজয় ত্রিপুরার দেহ ভাসতে দেখে এলাকার বাসিন্দারা খবর দেন পুলিশকে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ৷ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুননের মৃতদেহ নদী থেকে তুলে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়৷ পুলিশের ধারণা, অসাবধানতার বশেই দুননের মৃত্যু হয়েছে৷ এদিকে দুননের মৃত্যুর খবর তার পরিবারে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন সকলে৷ প্রসঙ্গত, ওই নদীর উপর বিপজ্জনক অবস্থায় রয়েছে বিদ্যুৎ পরিবাহী তার৷ কিন্তু হেলদোল নেই নিগমের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *