নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী৷৷ জম্মু ও কাশ্মীরে গতকাল সন্ত্রাসবাদী আক্রমণে নিহত সি আর পি এফ জওয়ানদের প্রতিটি পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আজ মহাকরণের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী এই নৃশংস, জঘন্যতম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ৩৭লক্ষ ত্রিপুরাবাসীর পক্ষ থেকে বীর শহীদদের পরিবার পরিজনদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই৷

তিনি বলেন, ত্রিপুরাবাসী শহীদ পরিবারের পাশে রয়েছে৷ প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই হত্যাকাণ্ডের জবাবে বলেছেন, দৃঢ়ভাবে এই হত্যাকাণ্ডের মোকাবিলা করবেন এবং এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে৷ সমস্ত দেশবাসী সঠিক ন্যায় পাওয়ার ক্ষেত্রে একজোট হয়ে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছেন বলেও মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান৷ সাংবাদিকদের প্রশের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, এই ঘটনায় শহীদদের যে নাম এখন অবধি জানা গেছে তাতে ত্রিপুরার কেউ নেই৷ আহতদের বিষয়েও বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে৷ সাংবাদিক সম্মেলনে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা এবং রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা উপস্থিত ছিলেন৷