
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী৷৷ উত্তর ত্রিপুরার সদর ধর্মনগরের পূর্ব হুরুয়ায় দুষৃকতীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন এক শ্রমিক৷ নিহত শ্রমিকের নাম কোকিল শব্দকর৷
জানা গেছে, নিহত শ্রমিক দিনমজুর ছিলেন৷ আজ বৃহস্পতিবার বিকেলের দিকে রেল লাইনের পাশ থেকে কোকিল শব্দকরের মৃতদেহ উদ্ধার করেছে রেল ও সাধারণ পুলিশ৷ পরে মৃতদেহটি পুলিশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ কে বা কারা, কেন দিনমজুর কোকিল শব্দকরকে হত্যা করেছে তা জনতে পুলিশ তদন্ত করবে বলে জানানো হয়েছে৷ পুলিশের তদন্তকারী অফিসার জানিয়েছেন, ময়না তদন্তের রিপোর্ট আসুক, এর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷ পুলিশের ধারণা, কোকিলকে গতকাল রাতেই সম্ভবত খুন করা হয়েছে৷