ম্যাঞ্চেস্টার ইউনাইটডকে হারিয়ে ইতিহাস পিএসজির

ম্যাঞ্চেস্টার, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : ওল্ড ট্র্যাফোর্ডে ইতিহাস গড়ল পিএসজি৷ চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে ম্যাঞ্চেস্টার ইউনাইটডকে ২-০ গোলে হারাল প্যারিসের এই ক্লাব। মঙ্গলবার রাতে প্রথম ফরাসি ক্লাব হিসেবে ওল্ড ট্র্যাফোর্ডে জয়ের অনন্য কীর্তি গড়ল তারা। শেষ ষোলোর অন্য ম্যাচে ঘরের মাঠে পোর্তোকে ২-১ গোলে হারায় রোমা৷

দুই তারকা নেইমার ও কাভানির অনুপস্থিতিতে প্রথমার্ধে ধুঁকতে দেখা গেলেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে নিজেদের মেলে ধরে ম্যান ইউনাইটেডকে তাদেরই মাঠে হারিয়ে নজির গড়ে পিএসজি। কিম্পেম্বের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। ভিআইপি গ্যালারিতে বসে রেড ডেভিলসের হার দেখেন ম্যান ইউ কিংবদন্তি অ্যালেক্স ফার্গুসন৷ আগামী ৬ মার্চ ফিরতি লেগে পিএসজির মাঠে পল পগবাকে ছাড়াই খেলতে হবে ইউনাইটেডকে। কারণ ম্যাচের শেষ দিকে আলভেজকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যান ইউ তারকা। গুনার সোলজারের কোচিং ইউনাইটেডের এটি প্রথম হার। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ অপরাজিত ছিল রেড ডেভিলরা। যার মধ্যে ১০টিতেই জিতেছিল ম্যান ইউ। কিন্তু ইউরোপ সেরার মঞ্চে ছন্দপতন।

খেলার ৬০ মিনিটে বাঁ-দিক থেকে দি মারিয়ার ক্রস ডি-বক্সের বাইরে পেয়ে প্লেসিং শটে বল ম্যান ইউ-র জালে জড়ান এমবাপে। আর ৮৯ মিনিটে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে পগবার মাঠ ছাড়ার সঙ্গে সঙ্গে ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *