ঢাকা, ১৩ ফেব্রুয়ারি (হি. স.) : সাতক্ষীরা সীমান্ত পথ দিয়ে ভারতীয়রা জোর করে রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দিন সরকার আজ বুধবার সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দিন বলেন, ভারতীয়রা সাতক্ষীরা সীমান্ত পথে মায়ানমারের রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছে। এমনকি বেশ কিছু দিন আগে সেখানে বসবাসকারী কিছু নাগরিককেও বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করা হয়েছে। বিজিবি সতর্কতার সাথে তা প্রতিরোধ করছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির সার্বক্ষণিক প্রচেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করে গোলাম মহিউদ্দিন বলেন, \”চোরাচালান প্রতিরোধে বিজিবি রাত দিন কাজ করছে। বিশেষ করে মাদক ও অস্ত্র পাচারের বিরুদ্ধে সীমান্ত সৈনিকরা সব সময় সতর্ক।\” সম্প্রতি চোরাচালান প্রতিরোধ করতে গিয়ে কাকডাঙ্গা সীমান্তের গাড়াখালিতে একজন বিজিবি সদস্য জলে ডুবে প্রাণও হারিয়েছেন। সম্প্রতি সাতক্ষীরা সীমান্ত পথ দিয়ে বাংলাদেশে ভারতীয় চা পাতা প্রবেশ করছে। এই চা-পাতায় মাদকের উপস্থিতি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে বলে জানান বিজিবি কর্মকর্তা। নারী ও শিশু পাচার প্রসঙ্গে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, \”সীমান্ত পারাপারের সময় বিজিবি সদস্যরা পাচারকারীদের তাড়া করলে সে সময় পাচারকারীরা সাধারণত সীমান্তের নদীতে ঝাঁপ দেয়। ফলে তাদের ধরা কঠিন হয়ে পড়ে। তা সত্ত্বেও গত চার মাসে এ সীমান্ত পথে পাচারের শিকার বেশ কিছু নারী ও শিশুকে উদ্ধার করেছে বর্ডার গার্ড।\” এছাড়াও সীমান্ত পথে ভারতে যাতায়াতকালে সাধারণ নাগরিকরা যাতে হয়রানির শিকার না হন বিজিবি সদস্যরা সবসময়ই সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করে, আগামীতেও করবে বলে জানান গোলাম মহিউদ্দিন।