নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ টিএসআর জওয়ানের বাড়িতে আগুন লাগানোর সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে দুই দুষ্কৃতীকে। ধৃতদের সুজন সূত্রধর ও সুবীর সূত্রধর বলে পরিচয় পাওয়া গেছে। উভয়কে সোমবার আদালতে পেশ করে পুলিশ। আদালত তাদের জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে। পুলিশের জেরায় ধৃতরা স্বীকার করেছে, তারাই নাকি টিএসআর জওয়ানের বাড়িতে আগুন লাগিয়েছে। তবে কেন তারা আগুন লাগালো এবং তাদের সাথে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে পুলিশ কিছু জানতে পারেনি।

ঘটনার বিবরণে জানা গেছে, কমলপুর মহকুমার নয়াগাঁও পঞ্চায়েতের অধীন আমিনটিলার বাসিন্দা টিএসআর জওয়ান বিপ্লব দাসের বাড়িতে গতকাল গভীর রাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। অগ্নিকাণ্ডে দুটি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। ঘটনার পর বিপ্লব দাস থানায় অভিযোগ জানান, পূর্ব পরিকল্পনামাফিক তার বাড়িতে আগুন লাগানো হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে কমলপুর থানার পুলিশ তদন্ত শুরু করে ঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪৪৮, ৪৩৬, ৪২৭ এবং ৩৪ ধারায় ১৬/১৯ নম্বরে মামলা রুজু করা হয়।