নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): বড়সড় প্রশ্নের মুখে পার্লামেন্টের নিরাপত্তা। মঙ্গলবার দুপুরে হঠাৎই সংসদের চত্বরের ব্যারিকেডে সজোরে ধাক্কা মারে লোকসভার কংগ্রেস সাংসদের গাড়ি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যেই পার্লামেন্ট চত্বরের ব্যারিকেডে এদিন দুপুরে সজোরে ধাক্কা মারল লোকসভার মণিপুরের কংগ্রেস সাংসদ ড. থোকচম মেইনিয়ার গাড়ি।

সংসদের অধিবেশন চলাকালীন এই ঘটনায় প্রশ্ন উঠেছে সংসদের নিরাপত্তা নিয়ে। কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কি করে এমন ঘটনা ঘটল তা নিয়েই উঠছে প্রশ্ন। সংসদের নিরাপত্তা আধিকারিকেরা ঘটনার কারণ সম্পর্কে তদন্ত শুরু করেছেন। পরিস্থিতি খতিয়ে দেখছেন তাঁরা। প্রয়োজন হলে মণিপুরের কংগ্রেস সাংসদ ড. থোকচম মেইনিয়ার গাড়ির চালকের সঙ্গে কথা বলা হতে পারে।