দেশব্যাপী নির্বাচনী গরম হাওয়ার মাঝে আজ ত্রিপুরাতেও ঝড় তুলতে আসছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারী৷৷ এমবিবি বিমান বন্দরে মহারাজ বীর বিক্রমের মর্মর মূর্তির আবরণ উন্মোচন, টিআইটিতে ট্রিপল আইটি’র নতুন ভবনের উদ্বোধন এবং গর্জি-বিলোনীয়া রেল পরিষেবার সূচনায় ঢালাও আয়োজন করেছে রাজ্য সরকার৷ এই উপলক্ষ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে ঝটিকা সফরে আসছেন৷ তবে, দেশব্যাপী নির্বাচনী গরম হাওয়ার মাঝে ত্রিপুরাতেও ঝড় তুলবেন প্রধানমন্ত্রী সে বিষয়ে কোন সন্দেহ নেই৷ রাজ্যে বিজেপি জোট সরকারের শপথ গ্রহণ সমারোহের পর দ্বিতীয় দফায় সরকারী কর্মসূচীতে আসছেন তিনি৷ কিন্তু, সারা দেশেই লোকসভা নির্বাচনের প্রচার কার্য্যত শুরু হয়ে গিয়েছে৷ ফলে, রাজ্যবাসীরও ত্রিপুরা সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য জানতে আগ্রহ রয়েছে৷ কারণ, ইতিমধ্যেই জোট সরকার রাজ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে৷ এরই নিরিখে নির্বাচনী মুহুর্তে প্রধানমন্ত্রীর বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও মনে করা হচ্ছে৷

বিরোধীরা এরাজ্যে এখন কার্য্যত নিষ্প্রভ৷ ফলে, প্রধানমন্ত্রীর এই সফর সরকারী হলেও, নির্বাচনী পরিস্থিতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও মনে করা হচ্ছে৷
সূচী অনুযায়ী, শনিবার বিকেল ৩টা ২৫ মিনিটে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে এমবিবি বিমান বন্দরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁকে অভ্যর্থনা জানাতে বিমান বন্দরে উপস্থিত থাকবেন রাজ্যপাল প্রফেসর কাপ্তান সিং সেলাঙ্কি, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সহ মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের মহানির্দেশক৷ বিমান বন্দর থেকে সড়কপথে তিনি স্বামী বিবেকানন্দ ময়দানে যাবেন৷ তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য বিমান বন্দর থেকে স্বামী বিবেকানন্দ ময়দান পর্যন্ত রাস্তার দুই ধারে সুকলের ছাত্রছাত্রীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে৷


এদিকে, বিমান বন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুরের মর্মর মূর্তির আবরণ উন্মোচন করবেন এবং মহারাজাকে নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের লেখা গ্রন্থও প্রকাশ করবেন৷ সেখান থেকে স্বামী বিবেকানন্দ ময়দানে এসে উদয়পুর-গর্জি রেল পরিষেবার সূচনা এবং টিআইটিতে ট্রিপল আইটি’র নব নির্মিত ভবনের উদ্বোধন করবেন তিনি৷ স্বামী বিবেকানন্দ ময়দানে মঞ্চে রাজ্য মন্ত্রিসভার সকল সদস্য উপস্থিত থাকবেন৷ এছাড়া থাকবেন রাজ্যপালও৷
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বিরাট আয়োজন করা হয়েছে৷ স্বামী বিবকোনন্দ ময়দানে সাধারণ মানুষের জন্য ৫টি গেইট দিয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে৷ একটি গেইট রয়েছে যেখান দিয়ে শুধু মহিলারা প্রবেশ করতে পারবেন৷ এছাড়া, ভিআইপি এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশের জন্য আরো একটি গেইট করা হয়েছে৷


স্বামী বিবেকানন্দ ময়দানে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ মাঠের ভেতরে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ত্রিপুরা পুলিশ, টিএসআর এবং এসপিজি’র জওয়ানরা৷ এছাড়া মাঠের বাইরে ত্রিপুরা পুলিশ এবং টিএসআর’র পাশাপাশি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হবে৷ মাঠের ভেতরে নিরাপত্তায় শুক্রবার রাত থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছে৷ পুলিশ ও টিএসআর সারা রাত মাঠে পাহাড়া দেবেন৷ এছাড়া আগামীকাল মাঠের বাইরে দূর্যোগ মোকাবিলার দলকেও প্রস্তুত রাখা হবে৷ সকলকে অনুষ্ঠান শুরু হওয়ার দুই ঘন্টা আগে মাঠে প্রবেশের জন্য প্রশাসনের জন্য বলা হয়েছে৷ নিরাপত্তার খাতিরে জলের বোতল এবং ছাতা নিয়ে মাঠে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে৷
এদিকে, আজ বায়ু সেনার বিশেষ বিমান গজরাজ দিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বিশেষ প্রযুক্তি সম্পন্ন তিনটি গাড়ি এসেছে৷ আজ বিমান বন্দর পর্যন্ত দুই দফায় প্রধানমন্ত্রীর কনভয়ের মহড়া হয়েছে৷ কমপক্ষে ৪০টি গাড়ি থাকবে প্রধানমন্ত্রীর কনভয়ে৷ এদিকে, স্বামী বিবেকানন্দ ময়দানের আশেপাশের বাড়িগুলিতেও নিরাপত্তা বাহিনী সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখেছে৷ শুক্রবার রাতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব স্বামী বিবেকানন্দ ময়দানে প্রস্তুতি খতিয়ে দেখেছেন৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর উপলক্ষে আগরতলায় যানবাহন চলাচলে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে৷ সর্বসাধারণের অবগতির জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এয়ারপোর্ট থেকে লিচুবাগান(সিধাই ক্রসিং), বুদ্ধ মন্দির এবং অভয়নগর পোস্ট অফিস হয়ে বিবেকানন্দ ময়দান পর্যন্ত রাস্তা বিকাল সাড়ে তিনটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত বন্ধ রাখা হবে৷ জরুরী যানবাহন যেমন অগিনির্বাপক গাড়ি, এম্বুলেন্স এর আওতায় আসবেনা৷ ওই সময়ে রাজ্যের বাইরে থেকে যেসব যাত্রীরা আসবেন তাদের জন্য বাসের ব্যবস্থা করা হবে৷ বাস চালকদের ৯ ফেব্রুয়ারি বিকাল তিনটার মধ্যে বিমানবন্দরে অবস্থান করতে বলা হবে৷
প্রসঙ্গত, আধুনিক ত্রিপুরার রূপকার হিসাবে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদূর রাজ্যের মানুষের কাছে যথেষ্ট পরিচিত৷ আগরতলা শহরের পরিকল্পনার কৃতিত্ব তাঁরই৷ দেশগঠনে যারা মহান অবদান রেখে গেছেন সেই সমস্ত অপ্রশংসিত নায়কদের প্রতি সম্মান জানানোর নীতি হিসাবে কেন্দ্রীয় সরকার এই মূর্তির আবরণ উন্মোচন করতে চলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *