জয়পুর, ৯ ফেব্রুয়ারি (হি.স.): সংরক্ষণের দাবিতে আবারও ময়দানে নেমে পড়লেন গুজ্জররা| শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া রেল অবরোধ অব্যাহত শনিবার বেলা পর্যন্ত| সংরক্ষণের দাবিতে গুজ্জরদের আন্দোলনের জেরে, পশ্চিম-সেন্ট্রাল রেলওয়ের কোটা ডিভিশনের সওয়াই মাধোপুর থেকে বায়ানা সেকশন এবং নিমোদা থেকে মালারনা ব্লক সেকশনে এখনও পর্যন্ত বাতিল করা হয়েছে ১৪টি ট্রেন| এছাড়াও ঘুরিয়ে দেওয়া হয়েছে ৪টি ট্রেন| শুক্রবারের পর শনিবার সকালেও রেললাইনের উপর বসে পড়েন সংরক্ষণের দাবিতে আন্দোলনরত গুজ্জররা| আগামী দিনে এই আন্দোলন আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে|

সংরক্ষণের দাবিতে শুক্রবার সন্ধ্যা থেকে কয়েকশো আন্দোলনকারী জয়পুর থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে সওয়াই মাধোপুরে রেললাইনের উপর বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন| একই ছবি ধরা পড়েছে শনিবার সকালেও| সংরক্ষণের দাবিতে আন্দোলনরত গুজ্জররা জানিয়েছেন, ‘আমাদের কাছে ভালো মুখ্যমন্ত্রী এবং ভালো প্রধানমন্ত্রী আছেন| গুজ্জর সম্প্রদায়ের দাবি শুনতে হবে উভয়কেই| গুজ্জর সম্প্রদায়ের জন্য সংরক্ষণ প্রদান করা তাঁদের পক্ষে খুব কঠিন নয়|’লাগাতার অবস্থান বিক্ষোভের কারণে রেল চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত| রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সংরক্ষণের দাবিতে গুজ্জরদের আন্দোলনের জেরে, পশ্চিম-সেন্ট্রাল রেলওয়ের কোটা ডিভিশনের সওয়াই মাধোপুর থেকে বায়ানা সেকশন এবং নিমোদা থেকে মালারনা ব্লক সেকশনে এখনও পর্যন্ত বাতিল করা হয়েছে ১৪টি ট্রেন| এছাড়াও ঘুরিয়ে দেওয়া হয়েছে ৪টি ট্রেন| এক-দু’টি নয়, ১৪টি বাতিল হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন রেল যাত্রীরা| গুজ্জররা এবার যেভাবে আন্দোলনে নেমে পড়েছেন, তাতে মনে হচ্ছে আগামী দিনে এই আন্দোলন আরও তীব্র হতে পারে|