BRAKING NEWS

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যপালকে দাবীসনদ দেবেন আইনজীবীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারী রাজ্যপালের সাথে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারক দেবে বার কাউন্সিল অফ ত্রিপুরা, হাইকোর্ট বার এসোসিয়েশন এবং ত্রিপুরা বার এসোসিয়শনে৷ বুধবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান, বার কাউন্সিল অফ ত্রিপুরার চেয়ারম্যান পিযুষ বিশ্বাস৷

তিনি জানান, দেশের অন্যান্য রাজ্যেও অনুরূপভাবে আন্দোলন সংগঠিত করা হবে৷ ওইদিন রাজ্যপালের কাছে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারক পত্র দেওয়া হবে৷ এর আগে প্রতিটি জেলায় কালেক্টরের কাছে অনুরূপ দাবীসনদ পেশ করা হবে৷ যেসব দাবীতে এই স্মারকপত্র দেওয়া হবে সেগুলি হচ্ছে, আইনজীবীদের কল্যাণে কেন্দ্রীয় বাজেটে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করা৷ নতুন আইনজীবীদের জন্য প্রতিমাসে দশ হাজার টাকা ভাতা দেওয়া৷ আইনজীবীদের অর্থনৈতিক নিরাপত্তা দেওয়া৷ দেশের সমস্ত বার এর পরিকাঠামো উন্নত করা, বসার ব্যবস্থা করা, ই-লাইব্রেরি সহ অন্যান্য পরিকাঠামোগত বিষয়ের উন্নত করা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *