BRAKING NEWS

লোকসভা ভোটের লক্ষ্যে পাঁচ রাজ্যের সিইওদের সাথে ভিডিও কনফারেন্স কমিশনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারী৷৷ লোকসভা নির্বাচন বিভিন্ন রাজ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷ নির্বাচন কমিশন ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যে সফর করেছে৷ সেই মোতাবেক পূর্বোত্তরের রাজ্যগুলিতেও নির্বাচনী প্রস্তুতি খোজখবর নেওয়া শুরু করেছে কমিশন৷ সোমবার সহকারী নির্বাচন কমিশনার সুদীপ জৈন পূর্বোত্তরের পাঁচটি রাজ্যে নির্বাচনী আধিকারীক, জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারদের সাথে ভিডিও কনফারেন্সিংয়ে খোজ নিয়েছেন৷


এবিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরনীকান্ত জানিয়েছেন, রুটিন মাফিক কাজকর্ম অনেক আগেই শুরু হয়ে গিয়েছে৷ লোকসভা নির্বাচনের লক্ষ্যে মাস্টার ট্রেনিংয়ের প্রক্রিয়া শুরু হয়েছে৷ নির্বাচনের সাথে যুক্ত সিনিয়র অফিসারদের তিনদিনের কোর্স করানো হচ্ছে৷ এছাড়া অন্যান্য সংশ্লিষ্ট আধিকারীকদের নির্বাচন সংক্রান্ত বিষয়ে আরো দক্ষ করে তোলার জন্য ওই বিষেশ কোর্সের সাথে যুক্ত করা হয়েছে৷


তিনি আরো জানিয়েছেন, পূর্বোত্তরের পাঁচ রাজ্যের নির্বাচন সংক্রান্ত বিষয়ে খোজ নিচ্ছে কমিশন৷ সোমবার ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং সিকিমের মুখ্য নির্বাচনী আধিকারীক, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারীক, সমস্ত জেলার জেলা শাসক, পুলিশ সুপার সহ নির্বাচন সংশ্লিষ্ট পদস্থ আধিকারীকদের সাথে ভিডিও কনফারেন্সংয়ে বৈঠক করেন সহকারী নির্বাচন কমিশনার সুদীপ জৈন৷ ভোটার তালিকা, ভোট কেন্দ্র, ইভিএম, ভিভিপ্যাট এবং রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়েই ওই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে৷

নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার ক্ষেত্রে আগাম প্রস্তুতির অঙ্গ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে দাবি শ্রীরাম তরণিকান্ত’র৷ তাঁর কথায়, রাজ্য নির্বাচনের জন্য সবরকম ভাবে প্রস্তুত৷ খুঁটিনাটি কিছু বিষয়, তা নির্দিষ্ট সময়ের মধ্যেই সুরাহা হয়ে যাবে৷ তাছাড়া, ভোট কর্মীদের নিয়েও সহকারী নির্বাচন কমিশনার পাঁচ রাজ্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *