নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): গত ৩১ জানুয়ারি, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন। বাজেট অধিবেশন শুরু হওয়ার একদিন পর, শুক্রবার নরেন্দ্র মোদী সরকারের শেষ অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হয়েছে সংসদে। ওই দিন বাজেট পেশ হওয়ার পরই মুলতুবি হয়ে যায় সংসদের অধিবেশন। সোমবার, ৪ ফেব্রুয়ারি থেকে ফের শুরু হচ্ছে বাজেট অধিবেশন। এমতাবস্থায় কংগ্রেসের লোকসভার সমস্ত সাংসদদের হুইপ জারি করল হাই কম্যান্ড।

কংগ্রেস সূত্রের খবর, লোকসভার সমস্ত সাংসদকে তিন লাইনের হুইপ জারি করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি (সোমবার) থেকে আগামী ৮ ফেব্রুয়ারি (শুক্রবার) পর্যন্ত সংসদে উপস্থিত থাকার জন্য লোকসভার সমস্ত সাংসদকে তিন লাইনের হুইপ জারি করা হয়েছে। অর্থাৎ, ৪ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি, এই পাঁচ দিন সংসদে উপস্থিত থাকতেই হবে কংগ্রেসের লোকসভার সমস্ত সাংসদকে। উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন, চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত|