ছাত্র-ছাত্রীরা কোথায় পিছিয়ে আছে জানতে রাজ্যব্যাপী করা হবে লার্নিং লেভেল সমীক্ষা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারী৷৷ আগামী ২৫ থেকে ২৮ ফেবয়ারি সারা রাজ্যে সব সরকারি বিদ্যালয়ে তৃতীয় থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের লার্নিং লেভেল সমীক্ষা করা হবে৷ বুঝতে হবে ছাত্র-ছাত্রীরা কোথায় পিছিয়ে আছে৷ আগামী তিন বছরের মধ্যে রাজ্যের শিক্ষার মান জাতীয় স্তরে উন্নীত করার জন্যই এই উদ্যোগ৷ আজ সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত রামকৃষ্ণ আশ্রম বিদ্যামন্দিরের ৬৪তম প্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ একথা জানান৷


শিক্ষামন্ত্রী বলেন, রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং গুণগত শিক্ষার মান উন্নয়নে সর্বাধিক বেশী গুরুত্ব দিয়েছে৷ পরিসংখ্যান দিয়ে শিক্ষামন্ত্রী জানান, এরমধ্যে১৮টি বিদ্যালয়কে ইংরেজী মাধ্যম সুকলে রূপান্তরিত করা হয়েছে৷ সাতটা ডিগ্রি কলেজ, চারটা বি এড কলেজ করতে যাচ্ছি৷ সৈনিক সুকল করা হবে৷ নবোদয় বিদ্যালয়ের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে৷ শিক্ষামন্ত্রী রাজ্যের সব অভিভাবকদের প্রতি আহ্বান জানান সমীক্ষা চলাকালীন সময়ে তারা যেন ২৫ থেকে ২৮ ফেবয়ারি তাদের সন্তানদের অবশ্যই সুকলে পাঠান৷


শিক্ষামন্ত্রী জানান, রামকৃষ্ণ আশ্রম বিদ্যামন্দিরে কয়েকজন সাম্মানিক শিক্ষক শিক্ষিকা রয়েছেন৷ তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, রাজ্যের অনেক বিদ্যালয়েই এমন শিক্ষক-শিক্ষিকা আছেন৷ যারা স্বেচ্ছায় শিক্ষাদান করছেন শিক্ষামন্ত্রী তাদেরও তিনি শ্রদ্ধা জানান৷ শিক্ষামন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তাকে নির্দেশ দেন আগামী ১৫ দিনের মধ্যে তিন জন শিক্ষক শিক্ষিকা যেন এই বিদ্যালয়ে দেওয়া হয় ছাত্র-ছাত্রীদের সুুবিধার জন্য৷ তিনি বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিদ্যালয়টিকে সবধরণের সাহায্য করার উদ্যোগ নেওয়া হবে৷ তিনি শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আহ্বান জানান তারা যেন ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানের মাধ্যমে তাদের প্রক’ত মানুষ হিসেবে গড়ে তুলেন এবং এই বিদ্যালয়টিকে রাজ্যের একটি বিশিষ্ট বিদ্যালয়ে পরিণত করেন৷
অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশনের মহারাজ হিতকামানন্দজী, শিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তা সঞ্জয় চক্রবর্তী, সুকলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *