মালিগাঁও, ২ ফেব্রুয়ারি৷৷ রেল যাত্রীদের জন্য স্টেশনে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ আগরতলা, জিরানীয়া এবং উদয়পুর সহ মোট ৪৫টি স্টেশনে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবার ব্যবস্থা করা হয়েছে৷ দুইটি শ্রেণী বিভক্ত স্টেশনগুলিকে বিভক্ত করেছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ ‘এ’ক্যাটিগরিতে রয়েছে, গুয়াহাটি, নিউ জলপাইগুড়ি, কাটিহার, নিউ আলিপুরদুয়ার, শিলিগুড়ি, নিউ কোচবিহার, লামডিং, শিলচর, কিষাণগঞ্জ, রঙ্গিয়া৷ ‘বি’ ক্যাটিগরিতে রয়েছে, কোকরাঝাড়, আগরতলা, মারিয়ানি, নিউ তিনসুকিয়া, ডিব্রুগড়৷ এছাড়াও চাপরমুখ, লাঙ্কা, ফালাকাটা, জিরানিয়া, দার্জিলিং, ঘুম, উদয়পুর, নাহারলাগুন স্টেশনে ওয়াই-ফাই পরিষেবা চালু করা হচ্ছে৷

এক বিবৃতিতে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে জানিয়েছে, লক্ষ লক্ষ দেশবাসীর সঙ্গে যোগাযোগের উদ্দেশে রেলওয়ে স্টেশনগুলিতে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা চালু করার পরিকল্পনা ানওয়া হয়েছে৷ ভারতীয় রেলওয়ে সমগ্র দেশব্যাপী ছড়ানো অপ্ঢিক্যাল ফাইবার নেটওয়ার্ক ব্যবহার করে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা দেবার পরিকল্পনা করেছে৷ ভারতীয় রেলওয়ে এই পরিষেবা চালুর জন্য ২০১৫ সালের ডিসেম্বর মাসে সার্চ ইঞ্জিন গুগলের সঙ্গে একটি ‘মৌ’ স্বাক্ষর করে৷ এই চুক্তি অনুযায়ী ত্রিশ মিনিট বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করা যাবে৷ জানুয়ারি ২০১৬-তে মুম্বাই সেন্ট্রাল স্টেশনে প্রথম বিনামুল্যেওয়াই-ফাই পরিষেবা চালু করা হয়৷ বর্তমানে ভারতীয় রেলওয়ের ৭২১টি রেল স্টেশনে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা পাওয়া যাচ্ছে৷ ভারতীয় রেলওয়ের অধিগৃহীত একটি কোম্পানি রেলটেল সারা দেশে গুগলের সহযোগিতায় বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা রূপায়ণের কাজ করছেন৷ এই বছর মার্চ মাসের মধ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরও ১৪টি স্টেশনে, যেমন হোজাই, নিউ বঙ্গাইগাঁও, দিফু, জলপাইগুড়ি, সামসি, আরারিয়া কোর্ট, ধূপগুড়ি ইত্যাদিতে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা চালু করার পরিকল্পনা করেছে৷ পরবর্তী সময়ে ধাপে ধাপে পরিকল্পিতভাবে আরও বাদবাকি ৩৫১টি স্টেশনে চালু করা হবে৷
ভারতীয় রেলওয়ের দ্বারা সৃষ্ট দেশব্যাপী অপ্ঢিক্যাল ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে লক্ষ লক্ষ ভারতবাসীর সঙ্গে তৎক্ষণাৎ যোগাযোগের সুবিধাই এই প্রকল্প সার্থকতার মূল চাবিকাঠি৷
এখানে উল্লেখ করা যেতে পারে যে, ভারতীয় রেলওয়েতে প্রতি ঘণ্টায় ১০০ কিলােমিটারের বেশি গতিতে চলা ট্রেনে নিরবচ্ছিন্নভাবেওয়াই-ফাই ইন্টারনেট পরিষেবা চালু করার পরিকল্পনার অন্তর্গত গত মাসে ২০৫০১/২০৫০২ আগরতলা-আনন্দ বিহার রাজধানী এক্সপ্রেস ট্রেনে ইতিমধ্যে ফ্রি ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবস্থা চালু করা হয়েছে৷