BRAKING NEWS

৩ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীর সফরে আসছেন প্রধানমন্ত্রী, কড়া নিরাপত্তা ভূস্বর্গে

শ্রীনগর, ২ ফেব্রুয়ারি (হি.স.): আগামী ৩ ফেব্রুয়ারি, রবিবার জম্মু ও কাশ্মীর সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রীর সফরের প্রাক্কালে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা কাশ্মীর উপত্যকা| শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার-এর নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে| নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ এবং প্যারামিলিটারি ফোর্স| জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে প্রবেশপথে বহু অস্থায়ী চেকপয়েন্ট তৈরি করা হয়েছে| ওই সমস্ত চেকপয়েন্টে মোতায়েন রয়েছে পুলিশ ও প্যারামিলিটারি ফোর্স|


প্রশাসন সূত্রের খবর, রবিবার জম্মু ও কাশ্মীর সফরে এসে রাজ্যের তিনটি রিজিওনই সফর করবেন প্রধানমন্ত্রী| এছাড়াও বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী| এদিকে, প্রধানমন্ত্রীর এই সফরের প্রতিবাদে ৩ ফেব্রুয়ারি কাশ্মীর উপত্যকায় বনধের ডাক দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা| বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি গিলানি, মিরওয়াজ উমর ফারুক এবং মুহাম্মদ ইয়াসিন মালিক ৩ ফেব্রুয়ারি (রবিবার) বনধের ডাক দিয়েছেন| প্রধানমন্ত্রীর সফরের দিন জনজীবন যাতে স্তব্ধ থাকে সে জন্য কাশ্মীর উপত্যকার মানুষজনকে বিশেষ অনুরোধ জানিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *