BRAKING NEWS

ইডি-র আবেদন মঞ্জুর, আরও ছ’দিনের হেফাজতে অগাস্টা কাণ্ডের খৈতান

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি (হি.স.): অর্থ তছরূপ ও কালো টাকা রাখার মামলায় অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার কাণ্ডের অন্যতম অভিযুক্ত গৌতম খৈতানকে আরও ছ’দিনের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হেফাজতে পাঠাল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| সম্প্রতি অর্থ তছরুপ প্রতিরোধ আইন (পিএমএলএ)-এ গ্রেফতার করা হয় গৌতম খৈতানকে| দিল্লির একটি কোর্টে তোলা হলে খৈতানকে দু’দিনের জন্য ইডি-র হেফাজতে পাঠানো হয়| খৈতানকে হেফাজতে নেওয়ার জন্য শনিবার আবারও দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে আবেদন জানায় ইডি|

এদিন ইডি-র আবেদন মঞ্জুর করেছে আদালত| আরও ছ’দিনের জন্য হেফাজতে পাঠানো হয়েছে আগস্টা কাণ্ডে অভিযুক্ত গৌতম খৈতানকে|সূত্রের খবর, অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার মামলায় ধৃত ক্রিশ্চিয়ান মিশেলকে জেরা করে খৈতানের বিরুদ্ধে বেশ কিছু নতুন তথ্য পেয়েছে ইডি| সম্প্রতি খৈতানের দফতর ও কয়েকটি সম্পত্তিতে তল্লাশি চালিয়েছিল আয়কর দফতর| ইউপিএ আমলের আগস্টা ওয়েস্টল্যান্ড চপার-সহ বিভিন্ন প্রতিরক্ষা চুক্তিতে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে খৈতানের বিরুদ্ধে| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *