জয়পুর, ৩০ জানুয়ারি (হি.স.): নির্বাচনী প্রচারের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে অকালেই প্রয়াত হয়েছিলেন রাজস্থানের আলওয়ার জেলার রামগড় বিধানসভা আসনের বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র প্রার্থী লক্ষ্মণ সিং| বিএসপি প্রার্থী লক্ষ্মণ সিংয়ের অকাল মৃত্যুর কারণে গত ৭ ডিসেম্বর রামগড় বিধানসভা আসনে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়| গত ২৮ জানুয়ারি (সোমবার) রামগড় বিধানসভা আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে| শতাংশের নিরিখে ভোট পড়েছে ৭৯.০৪ শতাংশ| ভোটাধিকার প্রয়োগ করছেন প্রায় ২.৩৫ লক্ষ ভোটার| অবশেষে ৩১ জানুয়ারি, বৃহস্পতিবার রামগড় বিধানসভা আসনের উপনির্বাচনের ভোটগণনা হবে|

নির্বাচনী প্রচারের সময় (২০১৮ সালের ২৯ নভেম্বর) বিএসপি প্রার্থী লক্ষ্মণ সিংয়ের আকস্মিক প্রয়াণের কারণে রামগড় বিধানসভা আসনের নির্বাচন স্থগিত করে দেওয়া হয়েছিল| এই আসনে বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র প্রার্থী করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নটবর সিংয়ের পুত্র জগত্ সিংকে| কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে প্রাক্তন আলওয়ার জেলা প্রমুখ শাফিয়া জুবেইর খানকে এবং বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে সুখবন্ত সিংকে| উপ-নির্বাচনে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিএসপি, আত্মবিশ্বাসী কংগ্রেস শিবিরও| আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে রামগড় বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফল যথেষ্ট তাত্পর্যপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে|
২০১৮ সালের ২৮ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান রামগড় আসনের বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র প্রার্থী লক্ষ্মণ সিং| লক্ষ্মণ সিংয়ের মৃত্যুর কারণে গত ৭ ডিসেম্বর রাজস্থানের ২০০টি আসনের মধ্যে ১৯৯টি আসনে ভোটগ্রহণ হয়| উল্লেখ্য, রাজস্থান বিধানসভা নির্বাচনে এবার ২০০টি আসনের মধ্যে ১৯৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে| কংগ্রেস জয়ী হয়েছে ৯৯টি আসনে, বিজেপির ঝুলিতে ৭৩টি আসন, বহুজন সমাজ পার্টি জয়ী হয়েছে ৬টি আসনে, সিপিএম দু’টি আসনে, ভারতীয় ট্রাইবাল পার্টি দু’টি আসনে, রাষ্ট্রীয় লোক দল একটি আসনে, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি তিনটি আসনে এবং নির্দল প্রার্থী ১৩টি আসনে জয়ী হয়েছে| ২০১৮ সালের ১৭ ডিসেম্বর রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছিলেন প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলট| ওই দিনই মরুরাজ্যের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছিলেন শচিল পাইলট|