নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.) : শশী থারুরের বিরুদ্ধে এক যোগে নিন্দায় সরব হলেন স্মৃতি ইরানি, সুব্রাহ্মনিয়াম স্বামী, সিদ্ধার্থনাথ সিং। ধর্মীয় ভাবাবেগের উপর কলঙ্ক আরোপ করেছেন শশী থারুর বলে জানিয়েছেন স্মৃতি ইরানি।বুধবার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, বিশ্বজুড়ে কোটি কোটি হিন্দুদের ভাবাবেগের উপর আঘাত হেনেছেন তিনি। কংগ্রেসের এই জনপ্রতিনিধি বারবার হিন্দু ধর্মের প্রতি আপত্তিজনক মন্তব্য করে চলেছেন আর রাহুল গান্ধী চুপ করে বসে রয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও বর্ষীয়ান বিজেপি নেতা সুব্রাহ্মনিয়াম স্বামী বলেন, ‘যদি শশী থারুর গঙ্গা ঝাঁপ দেন তবে গোটা গঙ্গা শুকিয়ে গিয়ে হিমালয়ে চলে যাবে।’ এদিন উত্তরপ্রদেশের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং বলেন, ‘পুনরায় পাপ করা থেকে বিরত থাকতে কংগ্রেসের উচিত সঙ্গমের জলে স্নান করা।’

প্রসঙ্গত, প্রয়াগরাজের সঙ্গমে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের স্নান নিয়ে সম্প্রতি কটাক্ষ করেছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। শশী থারুর ট্যুইটারে লিখেছিলেন, গঙ্গা পরিষ্কার রাখতে চাইছেন। অথচ নিজের পাঁপ তার মধ্যে ধুয়ে নিচ্ছেন। সঙ্গমে সবাই উলঙ্গ। জয় গঙ্গা মাই।’ আর এরপরেই বিতর্কে সূত্রপাত হয়।