কানপুর, ৩০ জানুয়ারি (হি. স.) : বিরোধীদের তথাকথিত মহাজোটের বিরুদ্ধে কানপুরের জনসভা থেকে তীব্র আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।এদিন অমিত শাহ বলেন, ‘মহাজোট কেন্দ্রে ক্ষমতায় এলে প্রতিদিন একজন করে প্রধানমন্ত্রী পাবে দেশ। সোমবার বেহেনজি (মায়াবতী), মঙ্গলবার অখিলেশ, বুধবার মমতা দিদি, বৃহস্পতিবার শরদ পাওয়ার, শুক্রবার দেবে গৌড়া, শনিবার স্ট্যালীন, রবিবার গোটা দেশ ছুটিতে চলে যাবে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এদের কোনও দিশা নেই। এমনকি নেতৃত্ব দেওয়ার মতো কোনও নেতৃত্বও নেই। সবাই জানে আমরা কার নেতৃত্বে লড়াই করছি। কিন্তু কেউ জানে না ওরা কার নেতৃত্বে লড়বে। তারা যতই জোট বাধুক, বিজেপি তৈরি।’

সপা-বসপা জোটের বিরুদ্ধে সরব হয়ে অমিত শাহ বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ ভারত, রাষ্ট্র নির্মাণে বিশ্বাসী। অন্যদিকে এরা ভাইপো, পিশি, ভাই, বোনে বিশ্বাসী। অপরাধ, দুর্নীতি, ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বিজেপির বিরুদ্ধে মহাজোট গড়ে তোলা হয়েছে। আমাদের জনপ্রিয়তা রুখতেই এইসব কাজ করা হয়েছে।’
কংগ্রেস-সপাকে ঠেস দিয়ে অমিত শাহ বলেন, ‘উত্তরপ্রদেশের দুইটি ছেলে গত বিধানসভা নির্বাচনে জোট বেঁধে ছিল। কিন্তু বিজেপি সেই জোট কে পর্যদুস্থ করে পেয়েছিল ৩২৫টি আসন। এদিনের বৈঠকে অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপ-মুখ্যমন্ত্রী কেশব মৌর্য্য, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা। উত্তরপ্রদেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে অমিত শাহ বলেন, ‘আমরা ক্ষমতায় আসার আগে রাজ্যে কোনও আইনশৃঙ্খলা ছিল না। কিন্তু আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে নেতৃত্ব রাজ্য উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য দৃঢ়প্রতিজ্ঞ বিজেপি।