প্রয়াগরাজ, ২৯ জানুয়ারি (হি. স.) : মঙ্গলবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিনের বৈঠকে একাধিক প্রস্তাবের পাশাপাশি গঙ্গা এক্সপ্রেসওয়ে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। বৈঠক শেষে অন্যান্য মন্ত্রীদের সঙ্গে কুম্ভে পুণ্যস্নান সারেন যোগী।এদিনের বৈঠকের প্রস্তাব অনুযায়ী, এই গঙ্গা এক্সপ্রেসওয়ে রাজ্যের বিভিন্ন অঞ্চল যথাক্রমে মীরাট, আমরোহা, বুলন্দশহর, বাদাউন, শাজাহানপুর, কান্নাউজ, উন্নাও, রায়বেরেলি এবং প্রতাপগড় পেরিয়ে প্রয়াগরাজ পৌঁছবে।

পশ্চিম উত্তরপ্রদেশের সঙ্গে প্রয়াগরাজকে যুক্ত করতে এই এক্সপ্রেসওয়েটি বানানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ। প্রায় ৬০০ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে তৈরি করতে প্রায় ৬৫৫৬ হেক্টর জমি লাগবে । খরচ হতে পারে ৩৬ হাজার কোটি টাকা। এক্সপ্রেসওয়েটি নির্মাণ হয়ে গেলে রাজ্যের পশ্চিমাঞ্চল থেকে প্রয়াগরাজ পৌঁছানো আরও সহজ হবে বলে জানিয়েছেন এক আধিকারিক। এদিনের বৈঠক শেষে কুম্ভে পুণ্যস্নান করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও অন্যান্য মন্ত্রী ও সহকর্মীরা।