নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৮ জানুয়ারী৷৷খোয়াইয়ের সাংবাদিক আশিস চক্রবর্তীকে নেশা কারবারিদের হুমকির পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যমের এক প্রতিনিধি দল সোমবার খোয়াই সফরে আসেন। এখানে এসে প্রতিনিধি দলের সদস্যরা সাংবাদিক আশিস চক্রবর্তীর বাড়িতে যান এবং তাঁর সাথে কথা বলেন। প্রতিনিধি দলে ছিলেন সঞ্জয় পাল, শাণিত দেবরায়, সেবক ভট্টাচার্য, প্রণব সরকার এবং সুরজিৎ পাল।খোয়াইয়ে সাংবাদিকের ওপর দুষ্কৃতকারীরা হুমকি দিয়ে যাচ্ছে। তাই সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জেলার এএসপির কাছে প্রতিনিধি দলের সদস্যরা দাবি জানান।

তাছাড়া অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেফতারেরও দাবি জানান প্রতিনিধি দলের সদস্যরা। নেশা কারবারিদের সঙ্গে খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকারের যোগসাজশ আছে বলেও এদিন প্রতিনিধি দলের কাছে স্পষ্ট হয়ে গেছে। জানা গেছে, স্থানীয় সাংবাদিক ও বাসিন্দাদের সঙ্গে আলোচনার পরই প্রতিনিধি দলের কাছে মাদক ব্যবসায়ীদের সঙ্গে ওসি কৃষ্ণধন সরকারের দহরমের বিষয় প্রকাশ্যে আসে।খোয়াইয়ের স্থানীয় ও বহিরাগত দুষ্কৃতীরা এক জোট হয়েই সাংবাদিক আশিসকে যে প্রাণনাশের হুমকি দিয়েছিল তা-ও প্রতিনিধি দলের কাছে স্পষ্ট হয়ে গেছে বলে জানা গেছে।