কুশিনগর (উত্তর প্রদেশ), ২৮ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের কুশিনগরে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার জাগুয়ার যুদ্ধবিমান| সোমবার সকালে উত্তর প্রদেশের গোরক্ষপুর বায়ুসেনা ঘাঁটি থেকে অবতরণ করেছিল জাগুয়ার যুদ্ধবিমানটি| অবতরণের কিছুক্ষণের মধ্যেই কুশিনগরে খোলা মাঠে ভেঙে পড়ে জাগুয়ার যুদ্ধবিমান| সৌভাগ্যবশত এই ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই| নিরাপদেই জাগুয়ার যুদ্ধবিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন পাইলট| জাগুয়ার যুদ্ধবিমানটি মাটিতে আছড়ে পড়ার পরই যুদ্ধবিমানটিতে আগুন ধরে যায়| গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়|

ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার সকালে গোরক্ষপুর বায়ুসেনা ঘাঁটি থেকে রুটিন মিশন চলাকালীন কুশিনগরে ভেঙে পড়ে একটি জাগুয়ার যুদ্ধবিমান|মাটিতে আছড়ে পড়ার আগেই যুদ্ধবিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন পাইলট| কি কারণে ভেঙে পড়ল জাগুয়ার যুদ্ধবিমানটি, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার সকালে কুশিনগরে খোলা মাঠে ভেঙে পড়ে একটি জাগুয়ার যুদ্ধবিমান| জাগুয়ার যুদ্ধবিমান থেকে নিরাপদেই বেরিয়ে আসতে সক্ষম হন পাইলট| জাগুয়ার যুদ্ধবিমানটি মাটিতে আছড়ে পড়ার পরই যুদ্ধবিমানটিতে আগুন ধরে যায়|

