পৃথক স্থানে বিজেপি ও সিপিএম পার্টি অফিস সহ দোকনঘর পুড়ল আগুনে

নিজস্ব প্রতিনিধি, নুতনবাজার, ২৭ জানুয়ারি৷৷ পৃথক স্থানে আগুনে পুড়ল, বাজারের দোকান, বিজেপি ও সিপিএম পার্টি অফিস৷ সংবাদে জানা গিয়েছে, দক্ষিণ জেলার নুতনবাজারে পুড়ে গিয়েছে ১১টি দোকান৷ ক্ষয়ক্ষতিব পরিমাণ প্রায় এক কোটি বলে ধারনা৷ বিদ্যুৎ সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে অনুমান৷ শনিবার রাত ১১টা ১৫ মিনিট থেকে ১১টা ৫৫ মিনিট পর্যন্ত আগুনের শিখা তীব্র ছিল৷ প্রথমে যতনবাড়ি ফায়ার সার্ভিস আগুনের সাথে লড়াই করতে থাকে৷ তার ৪০ মিনিট পর করবুক থেকে আরও একটি ইঞ্জিনি আসে৷ তারপর আগুন নিয়ন্ত্রণে আসে৷ অমরপুর থেকে একে একে দুইটি ইঞ্জিন আসে৷ বেশ কয়েক জন আহত হন আগুন নেভাতে গিয়ে৷

যতনবাড়ি ফায়ার সার্ভিসের কর্মীদের কারণেই এই সাফল্য আসে৷ গাড়ি জল শেষ হতে না হতেই দুইটি পাশের পুকুর থেকে সংযোগ করিয়ে জল সরাসরি দেওয়া হয়৷ ফায়ার সার্বিস কর্মীদের ধারণা বিদুতের সট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে৷ বিজেপি পার্টি অফিস সহ মোট ১১টি দোকান পুড়ে ছাই হল৷ নতুন বাজারের ইতিহাসে এত বড় অগ্ণিকান্ডের ঘটনা দেখা যায়নি৷ প্রশাসনের তরফ থেকে অবশ্য আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে৷ ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা প্রশাসনের কাছে আর্থিক সাহায্যের দাবী জানাবে বলে জানা গেছে৷

এদিকে সাব্রুম থানার অধীন রূপাইছড়ি ব্লকের সোনাই বাজারের পাশে সিপিএম পার্টি অফিসটি আগুনে পুড়ে গিয়েছে৷ যদিও এইক্ষেত্রে সিপিএম দলের দাবি এটি একটি পরিকল্পিত নাশকতা৷ অভিযোগের তীর বিজেপির দিকে৷ পার্টি অফিসের ভেতরের সমস্ত আসবাবপত্র পুড়ে গিয়েছে৷ খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে৷ অন্যদিকে, বিজেপির বিরুদ্ধে আনা অভিযোগ খন্ডন করেছে দল৷ বিজেপির তরফ থেকে এই অভিযোগের খন্ডন করে একটি মিছিলও করা হয়েছে৷

জানা গিয়েছে, পাইখোলায় পুনিরাই ত্রিপুরা নামে এক ব্যবসায়ীর পোলট্রি ফার্ম পুড়ে গিয়েছে৷ এক্ষেত্রে নাশকতার গন্ধ পাওয়া যাচ্ছে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *