শ্রীনগর, ২৭ জানুয়ারি (হি. স.) : ৪০ দিনব্যাপী ধারাবাহিক ও প্রবল শৈত্যপ্রবাহ “চিল্লাই কালান”-এর জেরে ঠান্ডার দাপট বেড়েই চলেছে ভূস্বর্গে। শনিবার রাত থেকেই কাশ্মীর উপত্যাকার প্রায় সমস্ত অঞ্চলেই সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। যার জেরে রবিবারও শৈত্যপ্রবাহ অব্যাহত রইল গোটা রাজ্যে। আবহাওয়া দফতর সূত্রের খবর, শনিবার রাত থেকে রাজধানী শ্রীনগরের তাপমাত্রা রয়েছে মাইনাস ১.৪ ডিগ্রি সেলসিয়াসে। রাজ্যের মধ্যে শীতলতম স্থানে রয়েছে কারগিল অঞ্চল। এদিন কারগিলে তাপমাত্রার পারদ নেমে মাইনাস ২০.৭ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে।

আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণ কাশ্মীরের উপত্যকার গেটওয়ে টাউন কাজিগুণ্ডের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং প্রতিবেশী কোকেরনাগের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৬.৯ ডিগ্রি সেলসিয়াসে। এদিন উত্তর কাশ্মীরের কুপওয়ারার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, উত্তর কাশ্মীরের স্কি-রিসর্ট গুলমার্গের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ কাশ্মীরের পর্যটন কেন্দ্র পহেলগাওঁয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে, লাদাখ অঞ্চলের লেহর সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস।