ফ্লোরিডা, ২৪ জানুয়ারি (হি.স.) : ফ্লোরিডায় দিনেদুপুরে প্রকাশ্যে দুস্কৃতী হামলা । একটি ব্যাঙ্কে দুষ্কৃতীরা গুলি চালায়। গুলিতে মৃত্যু হল কমপক্ষে পাঁচজনের। হামলার পর নিজেই পুলিশকে ফোন করে দুষ্কৃতী। জ়েফেন জ়াভের নামে ওই দুষ্কৃতীকে নিজেদের হেপাজতে নিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর , স্থানীয় সময় বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ফ্লোরিডা টাউনের সান ট্রাস্ট ব্যাঙ্কে ঢুকে জ়াভের গুলি চালাতে শুরু করে। গুলিতে প্রাণ যায় পাঁচজনের। তবে কতজন আহত হয়েছেন তা এখনও জানা যায়নি। দুষ্কৃতী জ়াভেরর বয়স ২১ বছর। হামলার পর পুলিশকে ফোন করে ঘটনার কথা জানায় সে। খবর পেয়ে হাইল্যান্ড কান্ট্রির শেরিফ অফিসের একটি SWAT (স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস) টিম ব্যাঙ্কে যায় এবং সেখান থেকে দুষ্কৃতীকে বেরিয়ে আসতে বলে। প্রথমে রাজি হয়নি জ়াভের। এরপর ব্যাঙ্কের ভিতর ঢুকে SWAT টিম। সেখানে ফের আত্মসমর্পণের জন্য বলা হয় জ়াভেরকে।