নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারী৷৷রাজ্যে ফের যান দুর্ঘটনা। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন সাতজন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে বাগবাসার ট্রাই জংশন এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার সকালে একটি যাত্রীবাহী অটো ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ সংঘটিত হষ়েছে বাগবাসার ট্রাই জংশন এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অটো এবং ডাম্পারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহতদের জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশংকাজনক। তাদের মধ্যে রয়েছেন অটো চালকও। এদিকে দুর্গটনাগ্রস্ত অটো এবং ডাম্পারকে আটক করা হয়েছে। আটক করা হয়েছে ডাম্পারের চালককেও। পুলিশ দুর্ঘটনা সংক্রান্ত এক মামলা রুজু করেছে বলে জানা গেছে।