বেঙ্গালুরু, ২১ জানুয়ারি (হি.স.) : সোমবার বেলা ১১.৪৪ মিনিটে আধ্যাত্মিক গুরু শ্রী শিবকুমার স্বামীজীর জীবনাবসানের কথা ঘোষণা করল সিদ্ধগঙ্গা এডুকেশন সোসাইটি। দীর্ঘদিন ধরে চিকিত্সাধীন থাকার পর প্রয়াত হলেন সিদ্ধগঙ্গা মঠের প্রধান আধ্যাত্মিক গুরু| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১১ বছর| ২২ জানুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪.৩০ মিনিট নাগাদ শেষকৃত্য সম্পন্ন হবে| সোমবার এই দুঃসংবাদ জানালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী| দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন সিদ্ধগঙ্গা মঠের প্রধান শ্রী শিবকুমার স্বামীজী| অস্ত্রোপচারের পর ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি| গত ৮ ডিসেম্বর থেকে তাঁর শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক হয়ে পড়ে|

স্বামীজী-র শারীরিক অবস্থা প্রসঙ্গে সোমবার সকালেই ড. পরমেশ্বর জানিয়েছিল, ‘শ্রী শিবকুমার স্বামীজী এখন অনেকটাই ভালো আছেন| আরও ভাল চিকিত্সার জন্য বিজিএস গ্লেনিগেলস হাসপাতালের চিকিত্সকদের সঙ্গেও কথা বলা হচ্ছে| আমরা যথাসাধ্য চেষ্টা করছি|’ উত্কণ্ঠায় ছিলেন শ্রী শিবকুমার স্বামীজীর ভক্তরাও| সকলকে শোকস্তব্ধ করে না ফেরার দেশে চলে গেলেন শ্রী শিবকুমার স্বামীজী| সমাজে শ্রী শিবকুমার স্বামীজীর অবদানের জন্য তাঁকে মরণোত্তর ভারতরত্ন প্রদানের জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী পরমেশ্বর ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা| কর্ণাটকে ‘চলন্ত দেবতা’ বলা হত শিবকুমার স্বামীজীকে|উল্লেখ্য, সিদ্ধগঙ্গা মঠের ওয়েবসাইটের তথ্য অনুসারে ১৯০৮ সালের ১ এপ্রিল ভীরাপূরা গ্রামে জন্মগ্রহণ করেন সম্মানীয় শ্রী শিবকুমার স্বামীজী। অন্যদিকে, স্বামীজীর প্রতিষ্ঠিত শ্রী সিদ্ধগঙ্গা কলেজ অফ এডুকেশনের ওয়েবসাইট অনুযায়ী, ১৯০৭ সালের ১ এপ্রিল জন্ম হয়েছিল তাঁর। স্বামীজীর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন জাতীয় কংগ্রেস নেতা এবং লোকসভার সদস্য মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেস সভাপরি রাহুল গান্ধী। খাড়গে জানিয়েছেন, \”প্রয়াত শ্রী শিবকুমার স্বামীজী-কে \”ভারতরত্ন\” উপাধিতে সম্মানিত করতে আমি ভারত সরকারের কাছে অনুরোধ করছি। স্বামীজী এই উপাধির যোগ্য। কর্ণাটকের একজন অন্যতম মহান মানুষ ছিলেন তিনি। তাঁকে \”ভারতরত্ন\” উপাধি দিয়েই যথাযোগ্য সম্মান জানানো যায়।\” নিজের শোকবার্তায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী জানিয়েছেন, \”সিদ্ধগঙ্গা মঠের প্রধান শ্রী শিবকুমার স্বামীজী-র মৃত্যর খবরে আমি দুঃখিত। সমস্ত ধর্ম ও জাতি নির্বিশেষে লক্ষ লক্ষ ভারতবাসীর কাছ থেকে প্রচুর শ্রদ্ধা ও সম্মান পেয়েছেন তিনি। তাঁর প্রয়াণ আধ্যাত্মিক জগতের একটি অপূরণীয় ক্ষতি। স্বামীজীর ভক্তদের প্রতি সমবেদনা জানাই।\” কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী জানিয়েছেন, স্বামীজীর প্রয়াণ আমাদের রাজ্য ও দেশের জন্য বিরাট ক্ষতি| আমরা সবাই অভিভাবককে হারালাম| শ্রী শিবকুমার স্বামীজীর প্রয়াণে শোকস্তব্ধ কর্ণাটক সরকার| আগামী তিনদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে| মঙ্গলবার বন্ধ থাকবে সমস্ত স্কুল, কলেজ এবং সরকারি দফতর|