নিজস্ব প্রতিনিধি, জলেফা/আগরতলা, ১৮ জানুয়ারী৷৷ দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে শুক্রবার সন্ধ্যা নাগাদ পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মর্র্মন্তিক মৃত্যু হয়েছে৷ মৃতের নাম শশী কুমার ত্রিপুরা৷ দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই পথচারী শশী কুমার ত্রিপুরার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়৷ রাজ্যে পথদুর্ঘটনা প্রতিনিযত ঘটে চলেছে৷ তাতে প্রাণহানী এবং পঙ্গুত্বের ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে৷ শুক্রবার সন্ধ্যা রাতেও দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের ব্যাঙ্কের শাখার সামনে জাতীয় সড়কের ওপর একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ছিটকে পড়ে এক ব্যক্তির মর্র্মন্তিক মৃত্যু হয়েছে৷ মৃত ব্যক্তির ন্তুনাম শশী কুমার ত্রিপুরা৷ জানা যায়, একটি বাস দ্রুতগতিতে যাওয়ার সময় পথচারী শশী কুমার ত্রিপুরাকে ধাক্কাদেয়৷ তাতে ঘটনাস্থলেই তার মাথা থেঁতলে যায়৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কন্তু শেষ রক্ষা করা যায়নি৷ সাব্রুম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাতে মৃত বলে ঘোষণা করেন৷

এদিকে, সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল ৮২ বছরের সুধীর কর্মকার নামের এক বৃদ্ধের৷ ঘটনাটি ঘটেছে যোগেন্দ্রেনগর বনকুমারী মহাশক্তি এলাকায়৷ জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে রাস্তায় বেড়িয়ে বাজারের উদ্দেশ্যে যাচ্চিলেন সুধীরবাবু৷ এমন সময় একটি দ্রুতগামী গাড়ি সজোরে সুধীর কর্মকারকে ধাক্কা ারে৷ সঙ্গে সঙ্গে সুধীরবাবু মাটিতে পড়ে যান৷ রক্তাক্ত অবস্থায় প্রত্যক্ষদর্শীরা সুধীর বাবুকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই সুধীর কর্মকারের মৃত্যু হয়৷ এদিকে, ঘাতক গাড়িকে নিয়ে তারচালক পালিয়ে যায় বলে জানা গেছে৷ তবে পূর্ব থানায় এই ব্যাপারে একটি মামলা করা হয়েছে৷ পুলিশ ঘাতক গাড়ি ও চালকের তল্লাশি শুরু করেছে৷ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
অন্যদিকে, রাজ্যে ফের দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার৷ শুক্রবার সকালে কাঞ্চনপুরের নাইসিংপাড়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে৷ জানা গেছে, শুক্রবার সকালে কাঞ্চনপুরের নাইসিংপাড়ায় যাওয়ার পথে একটি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার ফলে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় ববিতা রিয়াং নামে এক মহিলার৷ দুর্ঘটনায় আহত হয়েছে ছয় জন৷ জানা গেছে, আহতদের হাতে এবং মুখে আঘাত লেগেছে৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ি দ্রুত গতিতে ছিল, যার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা সংঘটিত হয়েছে৷ এদিকে ঘটনাস্থলে পুলিশ পৌছে ববিতা রিয়াংয়ের মৃতদেহ উদ্ধার করে সরকারি হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷