রেশন দোকানে ডাল মিলবে ফেব্রুয়ারি থেকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারী৷৷ জাতীয় ভোক্তা দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার মুক্তদারা অডিটোরিয়ামে আলোচনাচক্র ও কুইজ প্রতিযোগিরা আয়োজন করা হয়৷ খাদ্য, জনসংভরণ ও ভোক্তা বিষয়ক দপ্তর ও সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে হয় এই অনুষ্ঠান৷ এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মনোজকান্তি দেব বলেন প্রতি বছর ২৪ ডিসেম্বর দিনটি জাতীয় ভোক্তা দিবস উপলক্ষে উদ্যাপন করা হয় প্রতিবিছর৷ কিন্তু গত বছর নির্র্বচন থাকায় সেই দিনে এই অনুষ্ঠানটি করা যায়নি৷ পরবর্তী সময়ে ২৮ ডিসেম্বর কমলপুরে হয় মূল অনুষ্ঠান৷

সেখানে প্রায় দেড় হাজার প্রতিনিধি অংশগ্রহণ করেন৷ খাদ্য, জনসংভরণ ও ভোক্তা বিষয় দপ্তর বিগত দশ মাস যাবত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে৷ প্রধানমন্ত্রী উজ্বলা যোজনা প্রকল্প থেকে দু-লক্ষের বেশি গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে৷ একটা সময় গ্যাস নিয়ে এই রাজ্যে হুলুস্থুল হত৷ কিন্তু নতুন সরকার সেই সমস্যা নিরসন করেছে বলে জানান মন্ত্রী মনোজকান্তি দেব৷ গণবণ্টন ব্যবস্থাকে শক্তিশালী করা হযেছে৷ ৬২ হাজারের উপর জাল কার্ড বাজেযাপ্ত হযেছে৷ তার জন্য প্রতিবছর ৫ কোটি টাকা ব্যয হত৷ এই দুনীতির বন্ধ করা গেছে বলে জানান তিনি৷ জানুয়ার মাস থেকে রেশনের মাধ্যমে এক কেজি করে ডাল প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তা কার্যকর হবে ফেব্রুয়ারি মাস থেকে৷ অর্থাৎ ফেব্রুয়ারি মাসে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস মিলিয়ে দুই কেজি ডাল রেশনের মাধ্যমে পাবেন বলে জানান মন্ত্র মনোজ কান্তি দেব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *