অসত্য ও ভিত্তিহীন অভিযোগ করছে বামফ্রন্ট ঃ অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷ ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ তথা এডিসিকে অর্থ বরাদ্দ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে বামফ্রন্ট, তাকে অসত্য ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী যিষ্ণু দেববর্মন৷ তিনি বলেন, রাজ্য সরকার ২০১৮-১৯ অর্থ বছরে এডিসি প্রশাসনকে ২১০০৭ কোটি টাকা মঞ্জুর করেছে৷ ২১০০৭ কোটি টাকা ছাড়াও, করের শেয়ার বাবদ ৯৭৩৩ কোটি টাকা, এডিসি এলাকার বিভিন্ন স্থানীয় সংস্থার জন্য ৯১ কোটি টাকা এবং এডিসি এলাকায় বিভিন্ন দপ্তরে ডেপুটেশনে কর্মরত ৮৭৬৯ সরকারী কর্মচারীর জন্য ৮৩৬৯ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে৷ শুধু তাই নয় উপজাতি অংশের জনগণের উন্নয়নের জন্য অতিরিক্ত ২৫ কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার৷


অর্থমন্ত্রী যিষ্ণু দেববর্মা জানান, গত বামফ্রন্ট সরকারে জমানাতে এডিসি প্রশাসনে অনেক অনিয়ম হয়েছে৷ বহু কাজের ইউটিলাইজেশন সার্টিফিকেটই জমা দিতে পারেনি৷ নির্দিষ্ট সময়ের মধ্যে বহু কাজ করতে পারেনি এডিসি প্রশাসন৷ এডিসি প্রশাসনের তরফ থেকে অর্থ মঞ্জুরের যে দাবী করা হয়েছে এ প্রসঙ্গে অর্থমন্ত্রী জানিয়েছেন, এডিসি প্রশাসনের তরফ থেকে অর্থমন্ত্রীকে একটি চিঠি দেওয়া হয়েছে অর্থ বরাদ্দের জন্য৷ এই চিঠি মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ প্রয়োজনীয় কথাবার্তা চলছে৷ যথাসময়ে করণীয় উদ্যোগ নেওয়া হবে৷ অর্থমন্ত্রী যিষ্ণু দেববর্মন জানিয়েছেন, গত তিনটি অর্থ বছরে ১৭৬ কোটি টাকার কাজের মধ্যে ৮৮০৬ কোটি টাকার কাজের ইউটিলাইজেশন সার্টিফিকেটই জমা দিতে পারেনি৷ যদি প্রশাসন ইউটিলাইজেশন সার্টিফিকেট দাখিল করতে পারে তাহলে সময়ে সময়ে আরও বেশী বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে৷ বামফ্রন্ট নেতৃত্ব যেসব অভিযোগ করছে তা পুরোটাই ভিত্তিহীন বলে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী৷ তিনি বলেন, রাজ্য সরকার এরাজ্যে সমস্ত অংশের মানুষের সার্বিক উন্নয়নে আন্তরিক রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *