নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.) : দশম শিখগুরু গোবিন্দ সিং-এর ৩৫২তম জন্মজয়ন্তীর দিন ৩৫০ টাকার স্মারক মুদ্রার প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এদিন রাজধানী দিল্লির ৭ লোক কল্যাণ মার্গের প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে গুরু গোবিন্দ সিংয়ের স্মরণে ৩৫০ টাকার স্মারক মুদ্রার প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্রী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধানবিচারপতি জে এস খেখার সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। গুরু গোবিন্দ সিংয়ের সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিকতার প্রতীক ছিলেন গুরু গোবিন্দ সিং। ভারতীয় সংস্কৃতি এবং পরম্পরার প্রতি নিজের জীবনকে সমর্পিত করেছিলেন । গুরু গোবিন্দ সিংজির ৩৫২ তম প্রকাশ পর্বে স্মারক মুদ্রা প্রকাশ করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি।

তাঁর আদর্শের প্রতি আমাদের বিশ্বাস ও শ্রদ্ধা রয়েছে। তিনি আমাদের হৃদয়ের মধ্যে রয়েছেন। এক মহান শিক্ষক হওয়ার পাশাপাশি তিনি একজন সাধকও ছিলেন। অসাধারণ যোদ্ধা হওয়ার পাশাপাশি কবি ও লেখকও ছিলেন গুরু গোবিন্দ সিং-জি। অন্যায়কে বরদাস্ত করতে পারতেন না। চিরকাল শান্তির স্বপক্ষে ছিলেন। কয়েক হাজার দেশবাসীকে রক্ষা করার জন্য নিজের ছেলেদেরও উৎসর্গ করেছিলেন। দেশাত্মাবোধ, শান্তি, মানবিকতা, ধৈর্যের সত্যিকারের প্রতীক ছিলেন। অন্যের আনন্দের জন্য নিজের আত্মত্যাগ করে গিয়েছেন তিনি। নতুন ভারত গড়ার জন্য তাঁর আদর্শের পথেই এগিয়ে চলেছি। আমাদের সরকার তাঁর দেখানো পথেই কাজ করে চলেছে।’