ফতেহপুর, ১৩ জানুয়ারি (হি.স.) : ট্রাকের সঙ্গে রাজ্য পরিবহন নিগমের বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত পাঁচ ও আহত ৪১। রবিবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি উত্তরপ্রদেশের ফতেহপুরের মোহার গ্রামের কাছে ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছে।এদিন রাজ্য পরিবহন নিগমের যাত্রীবোঝাই বাসটি কানপুর থেকে ফেতহপুরের দিকে যাচ্ছিল। কল্যাণপুর থানার অন্তগর্ত মোহার গ্রামের কাছে উল্টোদিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাসটির সামনের দিক একেবারে দুমড়েমুছড়ে গিয়েছে। ঘটনাস্থলেই বাসের মধ্যে থাকা পাঁচ যাত্রীর মৃত্যু হয়। সংঘর্ষের বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে।

খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশের অপেক্ষায় না থেকে গ্রামবাসীরা নিজেরাই দুর্ঘটনাগ্রস্ত বাসটির থেকে আহতদের উদ্ধারের কাজে নেমে পড়ে। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে জেলার উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছান।কি কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের তরফে জানানো হয়েছে ট্রাকটির একটি চাকা ফেটে যায়। যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি বাসটিকে সজোরে ধাক্কা মারে। তার ফলে এই দুর্ঘটনাটি ঘটে।