মুজফ্ফরনগর, ১১ জানুয়ারি (হি.স.): উত্তরপ্রদেশের সাহারনপুর জেলায় গৃহবধূকে গুলি করে খুনের অভিযোগ উঠল মৃতার স্বামীর বিরুদ্ধে। শুক্রবার এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, জেলার বড়গাওঁ থানার অন্তর্গত জাদোদা গ্রামে নিজেদের বাড়িতেই বছর আঠাশের স্ত্রী নীলিমা (২৮)-কে গুলি করে তাঁর মদ্যপ স্বামী সঞ্জীব কুমার।

পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মদ্যপ অবস্থায় নিজের স্ত্রীকে গুলি চালায় সঞ্জীব কুমার। মদ্যপানে বাধা দেওয়ায় রাগের মাথায় নিজের অনুমতিপ্রাপ্ত রিভলভার দিয়ে স্ত্রীকে গুলি করে সে। স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। হাসপাতালে নীলিমা দেবীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃতার স্বামীর বিরুদ্ধে থানায় খুনের মামলা রুজু করা হয়েছে। তবে এখনও পর্যন্ত অধরা অভিযুক্ত সঞ্জীব কুমার।