নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশের বারাণসীতে অনুষ্ঠিত প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে নৃত্য পরিবেশন করবেন বিজেপি সাংসদ হেমা মালিনী।উত্তরপ্রদেশের বারাণসীতে অনুষ্ঠিত হতে চলেছে প্রবাসী ভারতীয় সম্মেলন। আগামী ২১ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে এই সম্মেলন। শুক্রবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ১৫তম প্রবাসী ভারতীয় সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিং জানিয়েছেন, এই সম্মেলনে ‘গঙ্গা’ থিমের উপর বিশেষ নৃত্য পরিবেশন করবেন হেমা মালিনী। সম্মেলনের দ্বিতীয় দিন অর্থাৎ ২২ জানুয়ারি বিকেলে গঙ্গা ঘাটেই ‘গঙ্গা’ থিমের উপর নৃত্যানুষ্ঠান পরিবেশন করবেন তিনি।

ওইদিন এই সম্মেলনে বক্তব্য রাখবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছরের প্রধান অতিথি হিসেবে আসবেন মরিশাস প্রধানমন্ত্রী প্রাভিন্দ জাগনাউথ। এবারের সম্মেলনে বিশেষ শ্রদ্ধাঞ্জালি জানানো হবে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে । প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মরণে বিশেষ প্রদশর্নীর আয়োজন করা হবে। পাশাপাশি ভারতের প্রাচীন ঐতিহ্যও তুলে ধরা হবে।প্রসঙ্গত, ২০০৩ সাল থেকে প্রবাসী ভারতীয় দিবসের আয়োজন করা হচ্ছে। প্রতি বছর ৯ জানুয়ারিতে এই সম্মেলনের আয়োজন করা হয়। এবার তা পিছিয়ে জানুয়ারির তৃতীয় সপ্তাহে করা হয়।