নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.) : দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ছেড়েছে কংগ্রেস। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিয়ের মাধ্যমে তামিলনাডুর বুথস্তরের বিজেপিকর্মীদের সঙ্গে আলাপচারিতায় এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সম্প্রতি রাফাল চুক্তি এবং হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের বেহাল অবস্থা নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এই বিষয়ে শীতকালীন অধিবেশনে দুই দলের মধ্যে জোর তরজা বাধে। এদিন পাল্টা কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ছেড়েছে কংগ্রেস। দশকের পর দশক ধরে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রেকে দালাল এবং মধ্যস্থতাকারীতে ভরে তুলেছিল কংগ্রেস। সম্প্রতি অভিযুক্ত মধ্যস্থতাকারীকে আটক করে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এই মধ্যস্থতাকারী বর্তমানে কংগ্রেসের ‘প্রথম পরিবার’-এর সঙ্গে খুব ঘনিষ্ঠ। কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন ক্যাবিনেটের নিরাপত্তা কমিটিতে কি আলোচনা হত তা সবই জানত মিশেল। গোপনীয় সরকারি ফাইলগুলির সম্পর্কেও সে অবগত ছিল। রাফাল চুক্তি সম্পাদন করতে কেন দশ বছর ধরে গড়িমসি করা হচ্ছিল এবং কিভাবে জাতীয় সুরক্ষাকে বিপদে ফেলা হয়েছিল, তা সবই জানত মিশেল। প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তিতে কংগ্রেস আমলে মধ্যস্থতাকারীদের হাত রয়েছে।’এআইএডিএমকে-র সঙ্গে কোনও জোট হবে কিনা সে সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০ বছর আগে ভারতীয় রাজনীতিতে সফল ভাবে জোট করে কি ভাবে সরকার চালাতে হয়, তা করে দেখিয়েছিলেন অটলবিহারি বাজপেয়ী। বিজেপি আজও সেই পথেই চলেছে। এনডিএ জোট বিশ্বাসের উপর দাঁড়িয়ে রয়েছে। বন্ধু দলগুলির জন্য দরজা খোলা রয়েছে। রাজনৈতিক ইস্যু থেকেও মানুষের জোট অনেক বড়।