চোরাইবা‌ড়ি‌তে সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত মহিলা-সহ দুই

চোরাইবাড়ি (ত্রিপুরা), ৬ জানুয়ারি (হি.স.) : মোটর বাইকের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন সংশ্লিষ্ট আরোহী এবং জনৈক মহিলা। বর্তমা‌নে তাঁদের চিকিৎসা চলছে ধর্মনগরের সরকারি হাসপাতা‌লের। দুর্ঘটনা‌টি সংঘ‌টিত হ‌য়ে‌ছে অসমের সীমা‌ন্তবর্তী উত্তর ‌ত্রিপুরা জেলা‌র চোরাইবাড়ি থানাধীন এসটিপাড়া সংলগ্ন আট নম্বর জাতীয় সড়কে আজ রবিবার।


ঘটনার বিবর‌ণে প্রকাশ, আজ দুপুর ১২টা নাগাদ টিআর ০‌বি ৮৮১০ নম্বরের একটি দুরন্ত মোটর বাইক শনিছড়া থেকে চোরাইবাড়ি অভিমু‌খে আসছিল। চোরাইবাড়ি এলাকায় প্র‌বে‌শের মু‌খে এসটিপাড়া সংলগ্ন আট নম্বর জাতীয় সড়ক দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন জনৈক মহিলা। মহিলা পথচারীকে সজোরে ধাক্কা দি‌লে বাইক‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে আরো‌হীকে নি‌য়ে সড়‌কের পা‌শে গ‌ড়ি‌য়ে প‌ড়ে। বাইকের ধাক্কায় প‌থচারী বদনী দেববর্মা (৫৬) সড়‌কের উপর ছিট‌কে পড়েজন। উভ‌য়ে রক্তাক্ত হ‌য়ে গুরুতর আহত হন। তাঁদের দুজ‌নের হাত ও পা ভেঙে গে‌ছে ব‌লে জানা গে‌ছে। প‌রে স্থানীয় জনগণ এগি‌য়ে গি‌য়ে আহত‌দের উদ্ধার ক‌রেন। আহত বাইকার্সকে পানিসাগরের রৌয়া এলাকার দুলাল হোসেন (২২) বলে পরিচয় পাওয়া গেছে।
ইতিমধ্যে প্রত্যক্ষদর্শীরা চোরাইবাড়ি থানা ও প্রেমতলা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে চোরাইবাড়ি থানার পুলিশ ও প্রেমতলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা অকুস্থ‌লে উপ‌স্থিত হ‌য়ে আহত‌দের ত‌ড়িঘ‌ড়ি কদমতলা হাসপাতালে ভ‌রতি করান। ‌কিন্তু তাঁদের উভ‌য়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চি‌কিৎসক‌দের পরাম‌র্শে আহত‌দের ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়।
এদিকে ঘটনা সম্পর্কে চোরাইবাড়ি পুলিশ এক মামলা লিপিবদ্ধ করে দুর্ঘটনাগ্রস্ত মোটর বাইকটি থানায় নিয়ে এসেছে।