পশ্চিমবঙ্গ বিজেপি-র গণতন্ত্র বাঁচাও যাত্রা নিয়ে ধোঁয়াশা, ৮ জানুয়ারি শুনানি সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি ও কলকাতা, ৭ জানুয়ারি (হি.স.): কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ| তারপর সুপ্রিম কোর্ট| পশ্চিমবঙ্গ বিজেপির প্রস্তাবিত ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ তথা ‘রথযাত্রা’ আদৌ হবে কি হবে না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে| অবশেষে ৮ জানুয়ারি, মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিজেপির রথযাত্রা নিয়ে শুনানি হবে শীর্ষ আদালতে| প্রস্তাবিত রথযাত্রা বা ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ ইসু্যতে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করেছিল পশ্চিমবঙ্গ বিজেপি| গত ডিসেম্বর মাসে দ্রুততার সঙ্গে এই মামলার শুনানির জন্য আর্জি জানিয়েছিল পশ্চিমবঙ্গ বিজেপি| কিন্তু, ওই দিন সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, মামলাটির দ্রুত শুনানি সম্ভব নয়| ২ জানুয়ারি সুপ্রিম কোর্ট খোলার পরই মামলাটির শুনানির দিন ধার্য করা হয়| এরপর গত ৩ জানুয়ারি, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, পশ্চিমবঙ্গ বিজেপির রথযাত্রা নিয়ে ৮ জানুয়ারি শুনানি হবে|


উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বিজেপিকে শর্তসাপেক্ষে রথযাত্রা করার অনুমতি দিয়েছিল| কিন্তু, সেই অনুমতি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ| রথযাত্রা নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ| কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বধীন ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, সমস্ত গোয়েন্দা রিপোর্ট খতিয়ে না দেখে ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’-র অনুমতি দেওয়া যায় না| এরপরই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যাঞ্জে জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ বিজেপি| জরুরি ভিত্তিতে ‘গণচন্ত্র বাঁচাও যাত্রা’ মামলার শুনানির আবেদন করে পশ্চিমবঙ্গ বিজেপি| কিন্তু, জরুরি ভিত্তিতে বিজেপির করা মামলা খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত| অবশেষে ৮ জানুয়ারি, মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিজেপির রথযাত্রা নিয়ে করা মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে|