শহরে শ্লীলতাহানির শিকার মহিলা ক্রীড়াবিদ, অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহরের শ্লীলতাহানির ঘটনায় তীব্র ক্ষেভের সৃষ্টি হয়েছে জনমনে৷ যদিও পুলিশ দোষীকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে৷ রাজ্যে ভরদুপুরে অটো রিকশায় এক মহিলা ক্রীড়াবিদ শ্লীলতাহানির শিকার হয়েছেন৷ বৃহস্পতিবার দুপুরে চলন্ত অটোতে এই মহিলা ক্রীড়াবিদের শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে৷ এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

জানা গেছে, পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে গ্রেপ্তার করেছে অভিযুক্তকে৷ টানা জেরার পর তাকে আদালতে সোপর্দ করে জেল হাজতে পাঠানো হয়েছে৷ অভিযুক্তের নাম ধাম জানাতে তাঁদের অপারগতার কথা জানিয়ে তা সম্পর্কে কোনও তথ্য দেয়নি৷ এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানীতে তীব্র চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে৷ রাজ্যের ক্রীড়ামহল অভিযুক্তর উপযুক্ত শাস্তি দাবি করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *