খুমুলুঙে আদিবাসী সাহিত্য উৎসব ৫ই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারী৷৷ আদিবাসী সাহিত্য সংসৃকতি উৎসবের আয়োজন করছে এডিসি প্রশাসন৷ আগামী ৫ জানুয়ারী এডিসি সদর খুমুলুঙে সূচনা হবে এই উৎসবের৷ দু’দিনব্যাপী এই উৎসবের সূচনা করবেন উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান, এডিসি কার্যনির্বাহী সদস্য পরীক্ষিত মুড়া সিং৷ তাঁর দাবি, প্রতি বছরের ন্যায় এবছরও অত্যন্ত জাকজমকভাবে পালিত হবে এই উৎসব৷ তবে, ৫ জানুয়ারী বিজেপি সর্বভারতীয় সভাপতি জনসভা রয়েছে আগরতলায়৷ সে উপলক্ষ্যে বিরাট আয়োজন করেছে বিজেপিও৷ সেক্ষেত্রে, খুমুলুঙে এই উৎসব কতটা সফল হবে, তা নিয়ে প্রশ্ণ উঠেছে৷ পরীক্ষিত মুড়া সিংহের কথায়, গত ডিসেম্বরেই এই উৎসব উদ্যাপনের দিনক্ষণ স্থির করা হয়েছে৷ ফলে, তা বদল করা সম্ভব নয়৷

এদিন তিনি জানান, আগামী ৫ ও ৬ জানুয়ারি খুমুলুঙ স্টেডিয়ামে এডিসির উদ্যোগে রাজ্যভিত্তিক দুদিনব্যাপী ১১তম আদিবাসী সাহিত্য ও সংসৃকতি মেলা সংগঠিত করা হবে৷ আগামী ৫ জানুয়ারি বেলা দুটোয় মাঙ্গলিক প্রদীপ জ্বালিয়ে এই দুদিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা৷ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের উপজাতি কল্যাণ ও বন দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, সাংসদ জিতেন্দ্র চৌধুরী, এডিসির মৎস্য দপ্তরের নির্বাহী সদস্য শান্তনু জমাতিয়া, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের নির্বাহী সদস্যা সন্ধ্যারানী চাকমা, ত্রিপুরা সরকারের উপজাতি কল্যাণ দপ্তরের সচিব শান্তনু, টি আর আই এর অধিকর্তা সুনীল দেববর্মা, এমডিসি সন্তোষ দেববর্মা, বেলবাড়ি ব্লকের চেয়ারম্যান গণেশ দেববর্মা ৷ সভাপতিত্ব করবেন এডিসি তথ্য সংসৃকতি ও পর্যটন দপ্তরের নির্বাহী সদস্য পরীক্ষিত মুড়াসিং৷ এই অনুষ্ঠানে আসামের বিটিসির নির্বাহী সদস্য জগদীশ সরকারের নেতৃত্বে ৯ জনের প্রতিনিধিদল অংশগ্রহণ করবেন, জানান তিনি৷

এদিকে এই অনুষ্ঠানের দ্বিতীয় দিন আগামী ৬ জানুয়ারি বিকেল চারটায় শুরু হবে৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চেয়ারম্যান ড রণজিৎ দেববর্মা, সাংসদ শংকর প্রসাদ দত্ত, এডিসির সমবায় দপ্তরের নির্বাহী সদস্য ধীরেন্দ্র রিয়াং, শিল্প দপ্তরের নির্বাহী সদস্য পরেশ চন্দ্র সরকার, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের নির্বাহী সদস্য জয়বাহাদুর জমাতিয়া, কৃষি ও ফলোদ্যান দপ্তরের নির্বাহী সদস্য প্রতিরাম ত্রিপুরা, এমডিসি সুকুমার দেববর্মা, বিধায়ক ধীরেন্দ্র দেববর্মা৷এই মেলায় আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব পোশাকে সজ্জিত জীবন্ত মডেল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদর্শিত হবে৷ এছাড়া এই অনুষ্ঠান আকর্ষণীয় করার লক্ষ্যে চিরাচরিত নিজস্ব তৈরি খাবার প্রদর্শিত হবে৷ প্রতিদিন সন্ধ্যায় বর্ণাঢ্য সাংসৃকতিক অনুষ্ঠান পরিবেশিত হবে৷ এসংবাদ জানান, এডিসির মুখ্য নির্বাহী আধিকারিক বলিন দেববর্মা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *