মৌমাছিকে রাজ্য পতঙ্গ ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারী৷৷ মৌমাছি পালনে উৎসাহ বাড়াতে চাইছে রাজ্য সরকার৷ তাই, মৌমাছিকে রাজ্য পতঙ্গ হিসেবে স্বীকৃতির জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা৷ তাতে, মধু উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশাবাদী রাজ্য সরকার৷

বুধবার মহাকরণে এবিষয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সাংবাদিকদের জানিয়েছেন, প্রতি বছর রাজ্যে ৮০ থেকে ১০০ কুইন্টাল মধু সংগ্রহ হচ্ছে৷ যার বাজার মূল্য প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ টাকা৷ তাঁর কথায়, কৃষি কাজে মৌমাছি খুবই গুরুত্বপূর্ণ একটি পতঙ্গ৷ তাছাড়া, মধু বিক্রি বাড়লে স্বাভাবিকভাবে উপার্জন বৃদ্ধি পাবে৷ তাই, মৌমাছিকে রাজ্য পতঙ্গ হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এবিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে৷