চেন্নাই, ২ জানুয়ারি (হি.স.) : প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতাকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার দাবি তুলল তামিলনাড়ু সরকার। পাশাপাশি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইকে ভারতরত্ন দেওয়ারও দাবি কেন্দ্রের কাছে করেছে রাজ্য সরকার।

বুধবার তামিলনাড়ুর শীতকালীন অধিবেশনের প্রথমদিন রাজ্যপাল বানওয়ারি লাল পুরোহিত নিজের ভাষণে বলেন, ‘সি এন আন্নাদুরাই এবং জে জয়ললিতাকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার বিষয়টি আশা করব কেন্দ্র বিবেচনা করে দেখবে।’ তামিলনাড়ু সরকারের তরফ থেকে কেন্দ্রের কাছে চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশন নাম পরিবর্তন করে ‘পুরাতচি থালাইভার ড. এম জি রামাচন্দ্রন’ রাখতে হবে।
প্রসঙ্গত, জয়ললিতা তামিলনাড়ুর রাজনীতিতে এক প্রভাবশালী নাম।তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। পাশাপাশি এআইএডিএমকে সুপ্রিমোও ছিলেন তিনি। তামিল রাজনীতি ও সামাজিক জনমানসে তাঁর প্রভাব অত্যন্ত গভীর ছিল। অন্যদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাই ছিলেন তামিলনাড়ুর প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন।