দুর্ঘটনার কবলে দুই যুবক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৯ ডিসেম্বর৷৷ দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে দুই যুবক৷ ঘটনার বিবরণে জানা যায়য়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্রমনু বাজার সংলগ্ণ এলাকায় দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে ছিটকে পরে যায় দুই যুবক৷ জানা যায় দুই যুবকের বাড়ি সাব্রুম মহকুমার অন্তর্গত শাখবাড়ি এলাকায়৷ শনিবার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিট নাগাদ বীরচন্দ্র মনু বাজার থেকে টিআর০৮ বি ৫৫৪৭ নাম্বারের পালসার বাইকে করে জিসাই ত্রিপুরা (১৮) ও জংসং ত্রিপুরা (২২) নামে দুই যুবক নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়৷ বীরচন্দ্র মনু বাজার পের হয়ে কিছুদূর আসার পর বাকি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পরে যায় দুই যুবক৷ দুর্ঘটনার পর ঘটনাস্থলে লোকজন জরো হয়ে শান্তিরবাজার দমকল বাহিনীর কাছে খবর দেন৷ শান্তিরবাজার দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসেন৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পূর্ণক্ষীত দেববর্মা দুই যুবকের অবস্থা আশঙ্কাজনক দেখে গোমতী জেলা হাসপাতালে রেফার করেন৷ কর্তব্যরত চিকিৎসক সংবাদ মাধ্যমের সামনে রেফার করার মূল কারণ হিসাবে জানান শান্তিরবাজার জেলা হাসপাতালে হারের চিকিৎসক নাথাকার কারণে দুই যুবককে গোমতি জেলা হাসপাতালে জেলা হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *